বৈজ্ঞানিক পরিচিত:
Kingdom (রাজ্য): Plantae
Division (
বিভাগ) : Magnoliophyta
Class (
শ্রেণী) : Magnoliopsida
Order (
বর্গ) : Fabales
Family (
গোত্র) : Fabaceae
Genus (
গণ) : Desmodium
Species: (
প্রজাতি) : gangeticum

শালপানি
বানান বিশ্লেষণ: শ্+আ+ল্+প্‌+আ+ন্+ই
উচ্চারণ: ʃal.pa.ni (শাল্.পা.নি)

শাল্.পা.নি [শাল্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। পা এবং নি দুটি একাকাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত शालपर्णी  (শালপর্ণী)>বাংলা শালর্ণী>শালপানি
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| গুল্ম | কাষ্ঠময় উদ্ভিদ | পরাশ্রয়ী উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
র্থ: গুল্মজাতীয় উদ্ভিদ বিশেষ। 
সমার্থক শব্দাবলি: অংশুমতী,
শালপানি, শালপর্ণী।
বৈজ্ঞানিক নাম: Desmodium gagenticum, DC

Fabaceae গোত্রের Desmodium গণের গুল্ম জাতীয় উদ্ভিদ সারা বাংলাদেশেই এই গাছ দেখা যায়।

এর
ল। এই কারণে এই গাছ বেশ সোজাভাবে দেখা যায়। এর উচ্চতা ৩-৪ ফুট। পাতা ৩-৬ ইঞ্চি পরিমিত লম্বাটে, চওড়া ১/২ থেকে ১/৩ ইঞ্চি। পাতার গোড়ার দিকে গোলাকার, মধ্যাংশ চওড়া এবং অগ্রভাগ সরু। পাতার নিচের দিকটা লোমশ। ৬ থেকে ১২ ইঞ্চি লম্বা পুষ্পদণ্ডে  ফুল সজ্জিত থাকে।
ফুলের রঙ সাদা এবং আকারে বেশ ছোট।

আয়ুর্বেদ শাস্ত্রে দশমূল পাচনের অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়।  এর শিকড় বলকারক। সর্দিজ্বর, বমন, হাঁপানি ও রক্ত আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয়।



সূত্র