Kingdom: Plantae |
শিউলি
সংস্কৃত : শেফালিকা।
বাংলা সমনাম : শিউলি, শেফালি, শেফালিকা
বৈজ্ঞানিক নাম :
Shorea
robusta,
Gaertn।
Oleaceae গোত্রের Nyctanthes গণের গুল্ম জাতীয় সুগন্ধি ফুলের উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড এই গাছ প্রচুর জন্মে। এই ফুল পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল।
শিউলি ফুল |
শিউলি পাতা |
শিউলি গাছ নরম ধূসর ছাল বা বাকল বিশিষ্ট হয়। লম্বায় ১০ মিটারের মত হয়। গাছের পাতা
গুলো ৬-৭ সেন্টিমিটার লম্বা ও সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। পাতার দণ্ডে
লোম থাকে। পাতার আকার ডিম্বাকৃতির হয়। পাতার উপরের দিকটা সবুজ কিন্তু নিচের সাদাটে।
অধিকাংশ পাতার প্রান্তদেশ অখণ্ডিত। পাতাগুলো বেশ খসখসে।
এই ফুলে পাঁচ থেকে সাতটি সাদা পাপড়ি থেকে। ফুলের মাঝে লালচে-কমলা টিউবের মত
বৃন্তযুক্ত। ফুলে সুগন্ধ আছে। ফুলগুলি রাতে ফোটে এবং সকালে ঝরে যায়। শরৎ ও হেমন্ত
কালের শিশির ভেজা সকালে ঝরে পড়া শিউলি দেখা যায়। এর ফল চ্যাপ্টা ও বাদামী
হৃদপিণ্ডাকৃতির। ফলের ব্যাস ২ সেন্টিমিটার এবং এটি দুই ভাগে বিভক্ত। প্রতিটি ভাগে
একটি করে বীজ থাকে। আশ্বিন-কার্তিক ফল ধরতে দেখা যায়। তবে শীতকালেই এই গাছের বেশি
ফল দেখা যায়।
আয়ুর্বেদিক মতে, এর পাতা পিত্ত ও কফ নাশক। এর পাতা টাটকা রস মধুর সাথে মিশিয়ে
খেলে পুরানো জ্বর উপশম হয়। এছাড়া পাতার ক্বাথ কোমরের বাতের ব্যথা উপশম করে। পাতার
রস চিনির সাথে মিশিয়ে খেলে, কিশোর বয়সীদের ক্রিমি দূর হয়। ফুলের পাপড়ি বেটে, তার
সাথে আদার রস মিশ্রিত করে খেলে জ্বরের আরাম হয়। এর বীজের গুঁড়া মাথায় ব্যবহার করলে
খুসকি দূর হয়।
হিন্দু পুরাণ (ব্রহ্মবৈবর্ত্ত, প্রকৃতি কাণ্ড, পারিজাত খণ্ড)
সূত্র
ভারতীয় বনৌষধি (তৃতীয় খণ্ড)। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।