Kingdom:
Animalia |
কালো-ঘাড়বিশিষ্ট হলুদিয়া পাখি
ইংরেজি নাম:
Black-naped Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
chinensis
Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম Oriolus (হলুদিয়া পাখি)। ১৭৬৬ খ্রিষ্টাব্দে এর নাকরণ করেন লিনিয়াস।
এই পাখি এশিয়ার বিভিন্ন
দেশে পাওয়া যায়। মালোয়েশিয়ায় এই পাখি দেখা যায়। শীতকালে ভারতের উত্তরাঞ্চলে দেখা
যায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পাখি স্থায়ীভাবে বসবাস করে। ভারতের
পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বনাঞ্চলে এই পাখি দেখা যায়। এদের কিছু উপ-প্রজাতি পাওয়া
যায় চীন, কোরিয়া. ভিয়েৎনাম অঞ্চলে।
এই
পাখিটি
সোনাবৌ
-এর মতোই। সোনাবৌ-এর সাথে
এর প্রধান পার্থক্য হলো এদের চোখের অগ্রভাগ থেকে ও ঘাড় জুড়ে রয়েছে চওড়া কালো রেখা।
এদের এদের পাখা ধূসরাভ। তবে এর ভিতরে হলুদ আভা রয়েছে। এদের ঠোঁট গোলাপি বর্ণের এবং
একটি খাটো। এদের ধূসরাভ লেজের প্রান্ত জুড়ে রয়েছে হলুদ রেখা।
এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু, শস্যকণা ও কীটপতঙ্গ।
এরা মূলত একাকী থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী পাখির উদ্দেশ্যে গান গায়।
সূত্র :