Kingdom:
Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Coraciiformes
Family: Bucerotidae Rafinesque, 1815
|
ধনেশ
ইংরেজি:
Hornbill।
Bucerotidae
গোত্রের শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখির
সাধারণ নাম। এই গোত্রের দুটি উপগোত্র হলো
Bucerotinae এবং
Bucorvinae।
এই দুটি উপগোত্রের অধীনস্থ গণের পাখিগুলোকেই সাধারণভাবে ধনেশ বলা হয়। এদের পাওয়া
যায় গ্রীষ্মমণ্ডলীয় ও উপ-গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা, এশিয়া এবং মেলানেশিয়ায়।
|
ভারতীয় পাইড ধনেশ :
Anthracoceros albirostris |
এরা আকারে বেশ বড়। ঠোঁট শক্ত ও লম্বা
বাঁকানো। ইংরেজি ও বৈজ্ঞানিক নাম - উভয় পর্যায়েই শব্দ
buceros
(গরুর শিং) ব্যবহার করা হয়। ধনেশের ঘাড়ের প্রথম দুইটি হাড় এক্সিস ও এটলাস
একে-অপরের সাথে মিশে রয়েছে। এর ফলে অনেক লম্বা ঠোঁটকে আরো স্থিতিশীল অবস্থায়
রাখতে ও ধারণ করতে সক্ষম হয়। এই শক্তিশালী ও ভারী ঠোঁটের সাহায্যে শত্রুর মোকাবেলা
করে এবং বাসা তৈরীসহ শিকার কাজ চালায়।
এরা সর্বভূক। এরা ফলমূল, ছোট ছোট প্রাণী
আহার করে। এদের রয়েছে দুই স্তরবিশিষ্ট বৃক্ক রয়েছে।
এরা জোড়ায় জোড়ায় থাকতে ভালবাসে।
প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছের গর্ত এবং কখনোবা সমুদ্রমূখী পর্বতের গর্তে এরা বাসা
বাঁধে। প্রজননকালে স্ত্রী-ধনেশ বাসায় ডিম পাড়ে। উভয় ধনেশ ধনেশ ডিমে তা দেয় ও
বাচ্চাকে বড় করে তোলে। বাচ্চা উড়তে না শেখা পর্যন্ত স্ত্রী ধনেশ বাসা থেকে বের হয়
না। পুরুষ ধনেশ বাইরে খাবার সংগ্রহ করে নিয়ে আসে ও স্ত্রী পক্ষীর মুখে খাইয়ে
দেয়।
প্রজাতিভেদে এদের শারীরিক কাঠামো ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন কাল বামুনাকৃতির ধনেশের
(Tockus hartlaubi)
ওজন মাত্র ১০২ গ্রাম (৩.৬ আউন্স) এবং লম্বায় ৩০ সে.মি. (১ ফুট)। আবার সাউদার্ন
গ্রাউন্ড হর্নবিলের (Bucorvus
leadbeateri) ওজন প্রায় ৬.২ কিলোগ্রাম
(১৩.৬ পাউন্ড) এবং লম্বায় ১.২ মিটার (৪ ফুট) হতে পারে। স্ত্রীজাতীয় ধনেশের
তুলনায় পুরুষ ধনেশ সবসময়ই বড় হয়ে থাকে। প্রজাতি ও পরিবেশের ভিন্নতাজনিত কারণে
এদের দেহের কাঠামো নির্ভর করে। বংশবিস্তার কার্যক্রমেও এদের শারীরিক পার্থক্যতা
দেখা যায়। পুরুষ ও স্ত্রীজাতীয় ধনেশের শারীরিক পার্থক্য ১-১৭%। কিন্তু ঠোঁট ও
পাখার দৈর্ঘ্যের ব্যবধান যথাক্রমে ৮-৩০% ও ১-২১%।
উপগোত্র এবং গণের বিচারে নিচে ধনেশের সকল
প্রজাতির তালিকা দেওয়া হলো।
- উপগোত্র : Bucerotinae
-
গণ : Tropicranus
- প্রজাতি
: White-crested Hornbill Tropicranus albocristatus
-
গণ
: Tockus
- প্রজাতি
: Black Dwarf Hornbill
Tockus hartlaubi
- প্রজাতি
: Red-billed Dwarf Hornbill Tockus camurus
- প্রজাতি
: Monteiro's Hornbill Tockus monteiri
- প্রজাতি
: Northern Red-billed Hornbill Tockus erythrorhynchus
- প্রজাতি
: Damara Red-billed Hornbill Tockus damarensis
- প্রজাতি
: Southern Red-billed Hornbill Tockus rufirostris
- প্রজাতি
: Tanzanian Red-billed Hornbill Tockus ruahae
- প্রজাতি
: Western Red-billed Hornbill Tockus kempi
- প্রজাতি
: Eastern Yellow-billed Hornbill Tockus flavirostris
- প্রজাতি
: Southern Yellow-billed Hornbill Tockus leucomelas
- প্রজাতি
: Jackson's Hornbill Tockus jacksoni
- প্রজাতি
: Von der Decken's Hornbill Tockus deckeni
- প্রজাতি
: Crowned Hornbill Tockus alboterminatus
- প্রজাতি
: Bradfield's Hornbill Tockus bradfieldi
- প্রজাতি
: African Pied Hornbill Tockus fasciatus
- প্রজাতি
: Hemprich's Hornbill Tockus hemprichii
- প্রজাতি
: Pale-billed Hornbill, Tockus pallidirostris
- প্রজাতি
: African Grey Hornbill Tockus nasutus
-
গণ
: Ocyceros
- প্রজাতি
: Malabar Grey Hornbill Ocyceros griseus
- প্রজাতি
: Sri Lanka Grey Hornbill Ocyceros gingalensis
- প্রজাতি
: Indian Grey-Hornbill Ocyceros biostris
-
গণ
: Anthracoceros
- প্রজাতি
: Malabar Pied Hornbill Anthracoceros coronatus
- প্রজাতি
: Oriental Pied Hornbill Anthracoceros albirostris
- প্রজাতি
: Black Hornbill Anthracoceros malayanus
- প্রজাতি
: Palawan Hornbill Antracoceros marchei
- প্রজাতি
: Sulu Hornbill Anthracoceros montani
-
গণ
: Buceros
- প্রজাতি
: Rhinoceros Hornbill Buceros rhinoceros
- প্রজাতি
: Great Hornbill Buceros bicornis
- প্রজাতি
: Rufous Hornbill Buceros hydrocorax
-
গণ
: Rhinoplax
- প্রজাতি
: Helmeted Hornbill Rhinoplax vigil
-
গণ
: Anorrhinus
- প্রজাতি
: Austen's Brown Hornbill Anorrhinus austeni
- প্রজাতি
: Tickell's Brown Hornbill, Anorrhinus tickelli
- প্রজাতি
: Bushy-crested Hornbill Anorrhinus galeritus
-
গণ
: Penelopides
- প্রজাতি
: Luzon Hornbill Penelopides manillae
- প্রজাতি
: Mindoro Hornbill Penelopides mindorensis
- প্রজাতি
: Visayan Hornbill Penelopides panini
- প্রজাতি
: Samar Hornbill Penelopides samarensis
- প্রজাতি
: Mindanao Hornbill Penelopides affinis
- প্রজাতি
: Sulawesi Hornbill Penelopides exarhatus
- গণ
: Berenicornis
- প্রজাতি
: White-crowned Hornbill Berenicornis comatus
- গণ
: Aceros
- প্রজাতি
: Rufous-necked Hornbill Aceros nipalensis
- প্রজাতি
: Wrinkled Hornbill Aceros corrugatus
- প্রজাতি
: Writhed Hornbill Aceros leucocephalus
- প্রজাতি
: Rufous-headed Hornbill Aceros waldeni
- প্রজাতি
: Knobbed Hornbill Aceros cassidix
- গণ
: Rhyticeros
- প্রজাতি
: Wreathed Hornbill Rhyticeros undulatus
- প্রজাতি
: Narcondam Hornbill Rhyticeros narcondami
- প্রজাতি
: Sumba Hornbill Rhyticeros everetti
- প্রজাতি
: Plain-pouched Hornbill
Rhyticeros subruficollis
- প্রজাতি
: Papuan Hornbill Rhyticeros plicatus
- গণ
: Bycanistes
- প্রজাতি
: Trumpeter Hornbill Bycanistes bucinator
- প্রজাতি
: Piping Hornbill Bycanistes fistulator
- প্রজাতি
: Silvery-cheeked Hornbill
Bycanistes brevis
- প্রজাতি
: Black-and-white-casqued Hornbill
Bycanistes subcylindricus
- প্রজাতি
: Brown-cheeked Hornbill
Bycanistes cylindricus
- প্রজাতি
: White-thighed Hornbill
Bycanistes
albotibialis
- গণ
: Ceratogymna
- প্রজাতি
: Black-casqued Wattled Hornbill
Ceratogymna atrata
- প্রজাতি
: Yellow-casqued Wattled Hornbill
Ceratogymna elata
উপগোত্র
: Bucorvinae
- গণ
: Bucorvus
- প্রজাতি
: Abyssinian Ground Hornbill
Bucorvus abyssinicus
- প্রজাতি
: Southern Ground Hornbill
Bucorvus leadbeateri
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Hornbill