Kingdom:
Animalia |
পানডুবি
ইংরেজি নাম :
Dabchick,
Little Grebe।
বৈজ্ঞানিক নাম :
Podiceps ruficollis
Podicipedidae
গোত্রের
অন্তর্গত এক প্রকার ছোটো আকারের জলচর পাখি। এদের ঠোঁট সুচালো এবং সরু। দৈর্ঘ্য ২৩
থেকে ২৯ সেন্টিমিটার হয়ে থাকে। এদের দেখলে কালচে বর্ণের পায়রার মতো মনে হয়। এরা
অধিকাংশ সময় পানিতেই ভেসে থাকে। তবে প্রয়োজনে উড়তেও পারে।
এর পানিতে ভাসমান অবস্থায় থাকলেও খাদ্য সংগ্রহের জন্য মাঝে মাঝে পানিতে ডুব দেয়। এরা মূলত গেঁড়ি, গুগলি ও বিভিন্ন ধরনের জলজ পোকামাকড় খায়।
এরা জোড়া বেঁধে বা একাকী ঘুরে বেড়ায়। এপ্রিল থেকে অক্টোবর মাসের ভিতরে পানির ভিতরে আগাছা দিয়ে ভাসমান বাসা তৈরি করে। প্রতি বারে স্ত্রী পানডুবি ৩ থেকে ৪টি ডিম পাড়ে। বর্ষাকালে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বেশ কিছুদিন পর্যন্ত শাবকগুলো মায়ের সাথে পানিতেই বসবাস করে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাশয়ে এদের দেখা যায়। পশ্চিম বাংলাসহ ভারতের প্রায় সর্বত্রই এই পাখি দেখা যায়। আফ্রিকার জিম্বাবুয়েতে এই পাখি দেখা যায়।
সূত্র:
পশ্চিম বাংলার পাখি। প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স
প্রাইভেট লিমিটেড। মে ১৯৯৭।
http://www.safari-tours.com/pgbs/waterbirds.html