Kingdom:
Animalia |
পানকৌড়ি
ইংরেজি নাম :
Cormorant।
পানকৌড়ি দুটি প্রজাতির পাখির সাধারণ নাম।
Phalacrocoracidae
গোত্রের
Phalacrocorax
গণের অন্তর্গত এই দুটি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। সাধারণভাবে এদের বলা হয় ছোটো
পানকৌড়ি আর মাঝারি পানকৌড়ি।
ছোটো
পানকৌড়ি ইংরেজি নাম : Little Cormorant। বৈজ্ঞানিক নাম : Phalacrocorax niger, Brisson, 1760। আকারের বিচারে এই পানকৌড়ি বেশ ছোটো বলে, একে ছোটো পানকৌড়ি বলা হয়। এই পাখি দেখা যায়— ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীন, থাইল্যান্ড, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ভিয়েৎনাম, ভুটান, মালোয়েশিয়া, মায়ানমার, লাওস, শ্রীলঙ্কা। সাধারণত কোনো না কোনো জলাশয়ের ধারে এদের দেখা যায়। এরা প্রজননের সময় গাছে বাসা তৈরি করে এবং একবারে চার-পাঁচটি নীল-সবুজ বর্ণের ডিম পাড়ে। এদের আকার কাকের চেয়ে একটু বড় এবং পালকের রঙ কালো। এদের ঠোঁট হাঁসের মতো বড় ও ছড়ানো। লেজ বেশ ছড়ানো থাকে। প্রধান খাদ্য মাছ। দৈর্ঘ্য ৫৫ সেন্টিমিটার এবং গড় ওজন ৪৪২.৫ গ্রাম। |
|
বড়
পানকৌড়ি ইংরেজি নাম : Indian Cormorant বা Indian Shag। বৈজ্ঞানিক নাম : Phalacrocorax fuscicollis, Stephens, 1826।
আকারের বিচারে ছোটো
পানকৌড়ির চেয়ে একটু বড়। এই পাখি দেখা যায়—
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, বাংলাদেশ, ভারত।
সাধারণত কোনো না কোনো জলাশয়ের ধারে এদের দেখা যায়। এক সাথে ১০-১২টি একা
সাথে দেখা যায়। |
সূত্র :
Birds of Kerala.
Salim Ali (1969). London: Oxford University Press.পশ্চিম বাংলার পাখি। প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স
প্রাইভেট লিমিটেড। মে ১৯৯৭।
http://en.wikipedia.org/wiki/Little_Cormorant