Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Cuculiformes
Family: Cuculidae
Genus: Clamator
Species: Clamator jacobinus
Boddaert, 1783

সমনাম
Oxylophus jacobinus
Coccystes melanoleucos
Coccystes hypopinarius

পাপিয়া
ইংরেজি নাম :
Pied cuckoo এর মাথায় ঝুঁটি আছে। এই কারণে একে ইংরেজিতে Pied cuckoo বলা হয়। এর অর্থ দাঁড়ায় ঝুঁটিওয়ালা কোকিল।
ি :
 Clamator jacobinus
বাংলা সমনাম : চোখ গেল।

Cuculidae গোত্রের কোকিল জাতীয় যাযাবর পাখি বিশেষ। বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। আন্তর্জাতিক পক্ষী গবেষকদের মতে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থির রয়েছে এবং তা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

আফ্রিকা থেকে এই পাখি বাংলাদেশে আসে গ্রীষ্মকালে। বর্ষার শেষে আবার চলে যায়। বাংলাদেশে গাছের ডাল বা ইলেক্ট্রিক তারে বসে থাকতে দেখা যায়।

এদের আকার প্রায় কোকিলের মতো। শরীরের উপরিভাগ কালো, গলা এবং পিঠের রং সাদা। লেজের ডগা এবং পাখার প্রান্তদেশে সাদা ছোপ আছে। মাথার উপর বাহারি ঝুঁটি থাকে। এদের চোখ ও পা কালচে। দেখতে স্ত্রী-পুরুষ প্রায় একই রকম। ডিম পাড়ার মৌসুমে এরা বেশ ছোটাছুটি করে। এরা কোকিলের মতো অন্য পাখির বাসায় ডিম পাড়ে। ডিম পাড়ার ক্ষেত্রে ছাতার পাখির বাসা এদের প্রথম পছন্দের। দ্বিতীয় পছন্দ হলো বুলবুলের বাসা। পছন্দসই পাখির বাসায় এরা ৪-৫টি ডিম পাড়ে। তবে একটি বাসায় সবগুলো ডিম না পেড়ে,  পৃথক পৃথক পাখির বাসায় একটি করে ডিম পাড়ে। কাছাকছি পর্যাপ্ত বাসা না পেলে একটি বাসায় একাধিক ডিম পাড়ে। অন্য পাখির তা দেওয়া থেকে ১২-১৩ দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। আর পরবর্তী ২০-২৫ দিনের মধ্যে এই বাচ্চাগুলো উড়তে শিখে যায়।

পাপিয়া শুঁয়োপোকা, মথ, ঘাসফড়িং, গ্রাসহুপার, ছোটো সাপ, গিরগিটি ও ছোট ছোট কীটপতঙ্গ আহার করে। ফলের ভিতরে এদের প্রিয় খাবার বটফল। এছাড়া অন্যান্য ছোটো ফল আহার করে।


সূত্র :