Kingdom:
Animalia |
পাহাড়ি ময়না
ইংরেজি নাম:
common
Hill Mayna
বৈজ্ঞানিক নাম:
Gracula religiosa
Linnaeus, 1758
Gracula গণের অন্তর্গত ময়না জাতীয় পাখি। অনেক সময় একে সাধারণভাবে ময়্না বলা হয়ে থাকে। এই পাখি ভারত, বাংলাদেশ, নেপাল, সিকিম, ভুটান এবং অরুণাচল প্রদেশে এই পাখি পাওয়া যায়। এছাড়া চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন-এ এই পাখি অল্প-বিস্তর দেখা যায়।
পাহাড়ি ময়না দেখতে অনেকটা শালিকের মতো। এদের দেহের দৈর্ঘ্য ২৯ সেন্টিমিটার। এদের রঙ কুচকুচে কালো। তবে চোখ থেকে কানের পাশ দিয়ে হলুদ রঙের পর্দা দেখা যায়। এদের ঠোঁট ও পায়ের রঙ হলুদ। পাখার অগ্রভাগে সাদা পালক আছে।
এদের ডাক অনেকটা উচু স্বরে শিস দেবার মতো। এরা সুন্দর শিস দেবার জন্য বিখ্যাত। উচু গাছের ঘন পাতার আড়ালে কিছু পাখিকে কখনও একত্রিত হয়ে শোরগোল তুলতে দেখা যায়। পোষা পাহাড়ী ময়না ডাক ভালো নকল করতে পারে।
এদের মাটিতে নামতে দেখা যায় না। বাসা বাধার ক্ষেত্রেও এরা ঘন জঙ্গলের উচু গাছকে নির্বাচন করে। মার্চ থেকে অক্টোবর মাস হল এদের বাসা বাধার সময়কাল। স্ত্রীপাখি একসাথে ২-৩টি ডিম পাড়ে।
এরা গাছের ফল ও কীটপতঙ্গ আহার করে।
সূত্র
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।