Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Passeriformes
Family: Cisticolidae
Genus: Orthotomus
Species: O. sutorius Pennant, 1769

উপপ্রজাতি সমূহ
O. s. sutorius (Pennant, 1769)
O. s. fernandonis (Whistler, 1939)
O. s. guzuratus (Latham, 1790)
O. s. patia Hodgson, 1845
O. s. luteus Ripley, 1948
O. s. inexpectatus La Touche, 1922
O. s. maculicollis F. Moore, 1855
O. s. longicauda (J. F. Gmelin, 1789)
O. s. edela Temminck, 1836

টুনটুনি
ইংরেজি : Common tailbird
বৈজ্ঞানিক নাম : Orthotommus sutorius, Pennant, 1769

Cisticolidae গোত্রের ছোটো আকারের এক প্রকার পাখির সাধারণ নাম। এর অনেকগুলো উপপ্রজাতি আছে।

এরা আকারে ছোটো, স্বভাবে চঞ্চল। লেজ উঁচু করে সব সময়ে ছুটোছুটি করে। এমনিতে বেশ চালাক। কিন্তু বিপদ দেখলে
চেঁচামেচি করে এবং সহজেই শত্রুর কবলে পড়ে।

এদের দৈর্ঘ্য ১০-১৪ সেন্টিমিটার এবং ওজন ৬-১০ গ্রাম।
এদের বুক ও পেট সাদাটে। ডানার উপরিভাগ জলপাই-লালচে। চোখের মণি পাকা মরিচের মত। লেজ খাড়া, তাতে কালচে দাগ আছে। ঋতুভেদে পিঠ ও ডানার রঙ কিছুটা বদলায়।

টুনটুনির প্রধান খাদ্য পোকামাকড়,কীটপতঙ্গ। বিশেষ করে কেঁচো, মৌমাছি, রেশম মথ, ধান-পাট-গম জাতীয় গাছের পাতার পোকা, শুয়োপোকা ও তার ডিম, আম পাতার বিছা, এবং বিভিন্ন ধরনের গাছের পোকা তাদের খাদ্য তালিকায় আছে। এছাড়া শস্যদানাও খায়। ফুলের মধু এদের প্রিয় খাবার।

এরা সাধারণত অল্প উচ্চতার গাছে বাসা তৈরি করে। এরা বাসা তৈরিতে বেশ দক্ষ। চুল, লতা দিয়ে দুটো গাছের পাতা সেলাই করে অত্যন্ত কুশলতার সাথে বাসা তৈরি করে। এই কারণে এরা ছাতিম গাছের মতো বড় পাতার গাছে বাসা তৈরি করে থাকে। এদের প্রজনন কাল বর্ষা। স্ত্রীপাখি এক সাথে ৩-৪টি ডিম পাড়ে।


সূত্র