Kingdom
(রাজ্য)
: Animalia Phylum (পর্ব) : Chordata Class (শ্রেণী) : Mammalia Order (বর্গ) : Perissodactyla Family (গোত্র) : Equidae Genus (গণ) : Equus Subgenus (উপগণ) :asinus |
ডাঙ্কিEquus africanus asinus
Equus africanus asinus |
ইংরেজিতে একে donkey বলা হয়। এদের গড় দৈর্ঘ্য ২ মিটার, ঘাড়ের কাছের উচ্চতা ১.২৫ থেকে ১.৪৫ মিটার এবং ওজন ২৫০ থেকে ২৭৫ কেজি। এদের গায়ের রঙ ধূসর থেকে কালচে ধূসর। এরা মূলত আফ্রিকার মরুভাবাপন্ন এলাকায় বসবাস করে। এই কারণে দীর্ঘদিন পানি ছাড়াই বাঁচতে পারে। এদের প্রধান খাদ্য ঘাষ। তবে নিচু গাছের ডাল
পালা, ঝোপ ঝাড়ের সবুজাংশ আহার করে। খাদ্যের জন্য এরা বিস্তীর্ণ এলাকা ঘুরে বেড়ায়। এরা একাকী বা দলবদ্ধভাবে বিচরণ করে। এদের একটি দলে সর্বোচ্চ ৫০টি পর্যন্ত গাধা দেখা যায়। সাধারণত বন্য গাধা ৩০-৫০ বৎসর বাঁচে। ভারবাহী গাধা ১২-১৫ বৎসরের বেশি বাঁচে না। ১২ মাস গর্ভধারণের পর একটি স্ত্রী-গাধা একটি শাবক প্রসব করে। কদাচিৎ জমজ বাচ্চা হয়।
Equus africanus somaliensis |
সোমালিয়ার বন্য
গাধা
Equus africanus somaliensis
এই গাধা আফ্রিকার ইরিত্রেয়ার দক্ষিণ
লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল এবং ইথিওপিয়ার আফার অঞ্চলে পাওয়া যায়। সম্ভবত এখনো
সোমালিয়াতে এই প্রজাতি বিলুপ্তির পথে। এই প্রজাতির ৭০০ থেকে ১০০০টি গাধা এই
দেশগুলোতে আছে। এই কারণে এই গাধাকে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত করা হয়েছে।
এই গাধার প্রধান বৈশিষ্ট্য এদের গায়ের রঙ ধূসর এবং পায়ে জেব্রার মতো ডোরাকাটা দাগ আছে।
এ্যাটলাশ বন্য গাধা
Equus africanus atlanticus
এই গাধা আফ্রিকার কোথাও পাওয়া যায় না। এর অপর
নাম ছিল আলজেরীয় বন্য গাধা। এই খ্রিষ্টীয় ৩০০ অব্দের দিকে বিলুপ্ত হয়ে গেছে।
রোমানদের গাধা শিকারের খেলার সূত্রে এই গাধা নিধন হয়েছে বলে ধারণা করা হয়। মরক্কো
এবং আলজেরিয়াতে এর বেশ কিছু জীবাশ্ম পাওয়া গেছে।
নাবিয়ান বন্য গাধা
Equus africanus africanus