Kingdom
(রাজ্য)
: Animalia Phylum (পর্ব) : Chordata Class (শ্রেণী) : Mammalia Order (বর্গ) : Perissodactyla Family (গোত্র) : Equidae Genus (গণ) : Equus Subgenus (উপগণ) :asinus |
এই গাধার কিছু উপ-প্রজাতি আছে। এগুলো হলো-
মঙ্গোলিয়ার গাধা
এশিয়া
মহাদেশের গাধার
Equus
hemionus নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম-
Equus hemionus hemionus।
এরা asinus
উপগণের অন্তর্গত। এর স্থানীয় নাম খুলান (khulan)।
এই গাধা পাওয়া যায় মঙ্গোলিয়া এবং চীনের উত্তরাঞ্চলে।
১৯৫৩ খ্রিষ্টাব্দে স্থানীয় লোকদের শিকার করার
কারণে এই গাধার সংখ্যা অনেক কমে গিয়েছিল। পরবর্তী সময়ে মঙ্গোলিয়া সরকার এই গাধাকে
রক্ষার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়ার ফলে এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এই গাধার অপর একটি উপপ্রজাতিকে বলা হয় গোবির খুলান। এর বৈজ্ঞানিক নাম :
Equus hemionus luteus।
তুর্কেমেনিয়ার গাধা
এশিয়া
মহাদেশের গাধার
Equus
hemionus নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম-
Equus hemionus
kulan।
এরা asinus
উপগণের অন্তর্গত। এর স্থানীয় নাম খুলান (khulan)।
এই খুলান নামটি
Equus hemionus hemionus
নামক প্রজাতির ক্ষেত্রেও সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই উপ-প্রজাতিটি
তুর্কেমেনিস্তানে পাওয়া যায়।
পারস্যের ওনাগার
এশিয়া
মহাদেশের গাধার
Equus
hemionus নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম-
Equus hemionus
onager।
এরা asinus
উপগণের অন্তর্গত। সাধারণভাবে এদের বলা হয়
Persian onager। এই গাধা পাওয়া যায়
ইরানে।
ভারতীয় গাধা
দক্ষিণ এশিয়ার
গাধার
Equus
hemionus নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম-
Equus hemionus
khur।
এরা asinus
উপগণের অন্তর্গত। সাধারণভাবে এদের বলা হয়
খুর।
এই গাধা পাওয়া যায় উত্তর ভারতের গুজরাট প্রদেশে পাওয়া যায়। এদের দেহের উপরিভাগ।
লালচে ধূসর এবং পেটের দিকটা সাদাটে। এরা বেশ দ্রুতগামী এবং একটানা দীর্ঘপথ পরিভ্রমণ
করতে পারে। মোগল আমলে এই গাধা শিকার করা হতো।
১৯৫৮-৬০ খ্রিষ্টাব্দের দিকে
সুর্রা নামক রোগে এই গাধা ব্যাপকভাবে মারা যায়। ১৯৬১ খ্রিষ্টাব্দে এই গাধার সংখ্যা
৮৭০টিতে নেমে এসেছিল। এরপর সরকারি প্রচেষ্টায় এই গাধাকে রক্ষা করার চেষ্টা করা হয়।
১৯৬৯ খ্রিষ্টাব্দে এর সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ৪ হাজার।
১৮৭২ খ্রিষ্টাব্দে লণ্ডন চিড়িয়াখানায় সিরিয়ার গাধা'র ছবি |
সিরিয়ার গাধা
এশিয়া
মহাদেশের গাধার
Equus
hemionus নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম-
Equus hemionus hemippus।
এরা asinus
উপগণের অন্তর্গত। এই গাধা পাওয়া যেতো সিরিয়া, জর্ডান এবং ইরাকে।