Kingdom
(রাজ্য)
: Animalia Phylum (পর্ব) : Chordata Class (শ্রেণী) : Mammalia Order (বর্গ) : Perissodactyla Family (গোত্র) : Equidae Genus (গণ) : Equus Subgenus (উপগণ) :asinus |
এশিয়া মহাদেশের গাধার
শ্রেণিগত নাম। এরা asinus
উপগণের অন্তর্গত। এর সাধারণ বৈজ্ঞানিক নাম :
Equus kiang।
এই গাধার আদি বাসস্থান তিব্বত উপত্যাকা। ১৮৮১ খ্রিষ্টাব্দে এই প্রজাতির নামকরণ
করেছিলেন Moorcroft।
এদের সাথে Equus hemionus-এর
নিবিড় সম্পর্ক আছে।
বন্য গাধাদের ভিতরে এই উপপ্রজাতির গাধাগুলো সবচেয়ে বড় হয়। এদের কাঁধের গড় উচ্চতা ৫৫ ইঞ্চি। দেহের দৈর্ঘ্য ৫২-থেকে ৫৫ ইঞ্চি। আর লেজের দৈর্ঘ্য ১৮ হিঞ্চি। পুরুষ গাধার ওজন হয় প্রায় ৪০০ কেজি এবং স্ত্রী গাধার ওজন হয় ৩০০ কেজি। এর কাঁধের উপর কেশর আছে। এদের গায়ের রঙ লালচে বাদামি। শীতকালে এদের গায়ের রঙ আরো গাঢ় হয়। সাধারণত এই গাধা ৩০-৫০ বৎসর বাঁচে। ১২ মাস গর্ভধারণের পর একটি স্ত্রী-গাধা একটি শাবক প্রসব করে। কদাচিৎ জমজ বাচ্চা হয়।
এরা মূলত হিমালয়ের দক্ষিণ ও কুনলুন পর্বত মালার মধ্যবর্তী উপত্যাকায় বিচরণ করে।
এদের অধিকাংশ বসবাস করে চীনে। লাদাখ এবং সিকিম সীমান্তে এদের কাদাচিৎ দেখা যায়।
এছাড়া নেপালের উত্তরাংশে এদের কিছু দেখা যায়।
এই গাধার উপ-প্রজাতি গুলো হলো–
উত্তরাঞ্চলীয় কিয়াং
Equus kiang chu
এশিয়া
মহাদেশের গাধার
Equus
kiang নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম-
Equus kiang chu।
এরা asinus
উপগণের অন্তর্গত।
১৮৯৩ খ্রিষ্টাব্দে এর
নামকরণ করেন Hodgson
। এরা
asinus
উপগণের অন্তর্গত। এই গাধা পাওয়া যায় হিমালয় পর্বতমালার চীন-অঞ্চলে। এদের গলা এবং
মাথায় কালো ডোরাকাটা দাগ রয়েছে।
পশ্চিমাঞ্চলীয়
কিয়াং
Equus kiang kiang
এশিয়া
মহাদেশের গাধার
Equus
kiang নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম- Equus kiang
kiang।
এরা asinus
উপগণের অন্তর্গত। এই গাধা পাওয়া যায় হিমালয় পর্বতমালার তিব্বত, লাদাখ এবং
জিনজিয়াং-এর উত্তরাঞ্চলে।
পূর্বাঞ্চলীয় কিয়াং
Equus kiang holdereri
এশিয়া
মহাদেশের গাধার
Equus
kiang নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম- Equus kiang
holdereri।
এরা asinus
উপগণের অন্তর্গত। এই গাধা পাওয়া যায় হিমালয় পর্বতমালার জিনজিয়াং-এর
দক্ষিণাঞ্চলীয় কিয়াং
Equus kiang polyodon
এশিয়া
মহাদেশের গাধার
Equus
kiang নামক
প্রজাতির একটি উপপ্রজাতি। এর
পুরো বৈজ্ঞানিক নাম- Equus kiang
polyodon।
এই গাধা পাওয়া যায় হিমালয় পর্বতমালার তিব্বতের দক্ষিণাঞ্চলে এবং নেপাল সীমান্তে।