অঙ্গ (মানবদেহ)
Organ
মানবদেহের কলা দ্বারা গঠিত এমন একটি
স্বতন্ত্র অংশ, যা দেহের কোনো সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে।
প্রতিটি অঙ্গের উপরে যোজক কলার আচ্ছাদন থাকে। প্রতিটি কলার সাথে রক্ত, লসিকা ও
স্নায়ুর পর্ত্যক্ষ সম্পর্ক থাকে। মানবদেহে নানা ধরনের অঙ্গ থাকে এবং এদের কাজের
ধরনও পৃথক। যেমন- হৃদপিণ্ড, ফুসফুস, যকৃত ইত্যাদি অঙ্গ নামে পরিচিত।