অন্তঃক্ষরা গ্রন্থি (মানবদেহ)
অন্যনাম: অন্তঃশ্রাবী গ্রন্থি।
Endocrine gland

শরীরের অভ্যন্তরে অবস্থিত কিছু রস নিঃসারক গ্রন্থি। রস নিঃসারক কলা দিয়ে গঠিত এসকল গ্রন্থি থেকে- নানা ধরনের হরমোন নিরগত হয়ে সরাসরি রক্ত মিশে যায়। যেমন থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, আইলেটস অব ল্যাঙ্গারহান্স, অ্যাডরিনাল গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি ইত্যাদি।

ইংরেজি
Endocrine শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছ। শব্দ দুটি হলো- অন্তঃক্ষরা গ্রন্থিতে কোন নালী থাকে না, তাই এগুলোকে অনালী বা নালীবিহীন (Ductless) গ্রন্থিও বলা হয়।

অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের তালিকা