স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
Automatic Nervous System

দেহের তৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশে এই স্নায়ুতন্ত্র কাজ করে। এই ক্ষেত্রে মানুষের মনের ইচ্ছা দ্বারা এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায় না। যেমন
হৃদপিণ্ডের সঞ্চালন, যকৃত থেকে গ্লুকোজ নিঃসরণ, আলোর সাথে চোখের মণির সংকোচন প্রসারণ ইত্যাদি। মানুষ যখন ঘুমায় তখন সচেতন কার্যক্রম নিষ্ক্রিয়া হয়ে যায়, কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ কাজ চালতে থাকে।

কার্যকারিতার বিচারে এই স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটো হলো