অগ্র-মস্তিষ্ক
ইংরেজি: forebrain
মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো এর অগ্রমস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত। এই অংশগুলো হলো
কর্টেক্স, ব্যাসাল গ্যাঙ্গলিয়া ‌এবং লিম্বিক পদ্ধতি। নিওকর্টেক্সের উপরে রয়েছে ছয় স্তরের ধূসর পদার্থ (Grey matter)। মূলত এর রঙ ধূসর-বাদামী। এর পুরুত্ব প্রায়  ৩ সেন্টিমিটার। এই অংশটি নিউরাল কোষ দ্বারা গঠিত। এই অংশ দ্বারা মানুষের দেহের পেশী নিয়ন্ত্রণ, দর্শন এবং শ্রবণের ক্ষেত্রে এই অংশ বিশেষ ভূমিকা রাখে। দেহের ২০% অক্সিজেন মস্তিষ্ক ব্যবহার করে। পক্ষান্তরে মস্তিষ্কে প্রাপ্ত মোট অক্সিজেনের ৯৫% ব্যবহৃত হয় এই ধূসর অংশে। মস্তিষ্কের ধূসর অংশের নিচে থাকে শ্বেত পদার্থ (white matter)।