কঙ্কালতন্ত্র (মানবদেহ)
ইংরেজি : Skeletal System
যে তন্ত্র অস্থি, তরুণাস্থি এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত হয়ে দেহের আভ্যন্তরীণ
কাঠামো গঠন করে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং অত্যাবশ্যকীয় ও কোমল
অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে এমন দেহের ভিতরের অংশ এবং
দেহের বাইরে অবস্থিত অংশসমূহ (যেমন―
আঁইশ, পালক, লোম বা চুল, নখ, শিং, দাঁত ইত্যাদি ত্বকোদ্ভুত অংশ) সমন্বয়ে গঠিত
অংশসমূহকে একত্রে কঙ্কালতন্ত্র বলা হয়।
কঙ্কালতন্ত্রের কাজ
দেহের বাইরের ত্বকোদ্ভুত অংশসমূহ এবং দেহের ভিতরের অংশসমূহের অবস্থানের বিচারে কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো―
বহিস্থঃ কঙ্কালতন্ত্র (Exoskeletal System)
অন্তঃ কঙ্কালতন্ত্র (Endoskeletal System)।
সূত্র :
ইন্টারনেট ও জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত গ্রন্থাসমূহ।