ধারককোষ (স্নায়ুতন্ত্র)
ইংরেজি : Neuroglia

স্নায়ুতন্ত্রে অবস্থিত বিভাজনে সক্ষম এবং বহু প্রবর্ধকযুক্ত এক প্রকার কোষ। এটি প্রকৃতপক্ষে এক প্রকার পরিবর্তিত যোগ কলা। এরা স্নায়ুকোষকে ঘিরে থাকে এবং স্নায়ুকোষগুলোকে স্থিতি প্রদান করে। এই কারণে এদেরকে স্নায়ুতন্ত্রের ধারক কোষ বলা হয়। এদের মাধ্যমে স্নায়ুকোষে অক্সিজেন এবং পুষ্টি পরিবাহিত হয়। এরা স্নায়ুকোষগুলোর মধ্যে অবস্থান করে, অন্তরক হিসেবে কাজ করে।

এদের স্নায়ুস্পন্দন পরিবহনের ক্ষমতা নেই । স্নায়ুকোষের মৃত্যুর পর এগুলি তার স্থান দখল করে। স্নায়ুতন্ত্রের মোট কোষসমষ্টির প্রায় ৯০ শতাংশই হল এই কোষ দ্বারা পূর্ণ থাকে।