প্রজনন
ইংরেজি : Reproduction
।
সাধারণত প্রজনন বলতে জীবের নতুন প্রজন্মের জন্মদান প্রক্রিয়া। জীব তার জৈবনিক
প্রক্রিয়ার দ্বারা নিজের প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য, নিজের
অনুরূপ নতুন প্রজন্মের জন্ম দেয়। এক্ষেত্রে জীব নিজের একক প্রচেষ্টায় বা একই
প্রজাতির বিপরীতলিঙ্গের পারস্পরিক প্রক্রিয়া ঘটিয়ে এক বা একাধিক প্রজননক্ষম জীব
সৃষ্টি করে।
জীবজগতের প্রজাতিগুলো তাদের দৈহিক বৈশিষ্ট্য বা জৈবিক ধর্মের বিচারে দুই ভাবে
প্রজনন কার্যক্রম সম্পন্ন করে। এই ভাগ দুটো হলো―
১. অযৌন প্রজনন (
Asexual Reproduction
)
: এই প্রক্রিয়ায় জীব নিজের দেহাংশের মাধ্যমে, প্রজতিগত
সকল বৈশিষ্ট্যসহ এক বা একাধিক শিশুজীব সৃষ্টি করে। অযৌন প্রজননের প্রকৃতি
অনুসারে চারটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো