সুষুম্নাকাণ্ড 
ইংরেজি : 
Spinal cord। 
মানবদেহের স্নায়ুতন্ত্রের অন্তর্গত স্নায়ুর একটি উপাদান। 
নলাকার দীর্ঘ স্নায়ুগুচ্ছ দিয়ে এই অংশ গঠিত হয়। এর শুরু হয়েছে মস্তিষ্কের 
মেডুলা অবলংগাটা থেকে এবং শেষ হয়েছে মেরুদণ্ডের 
শেষ প্রান্তের ফিলাম টার্মিনাল নামক একটি তন্তুময় অংশে। এর দৈর্ঘ্য পুরুষদের 
ক্ষেত্রে প্রায় ৪৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ৪২ সেমি। এর ভিতরে প্রজাপতি আকারের 
ধূসর পদার্থ দেখে যায়। এই ধূসর অংশ স্নায়ুকোষ দ্বারা সৃষ্ট। এর কেন্দ্রস্থলে 
মস্তিষ্ক-সুষুম্না তরলে পূর্ণ। তিনটি পর্দা বা মেনিনজেস সুষুম্নাকাণ্ডকে আবৃত করে 
রাখে। বাইরের দিকে রয়েছে বহিঃস্থ ডিউরা মোটার, মধ্যস্থলে আছে এ্যারাকনয়েড মেটার 
এবং সবচেয়ে ভেতরে রয়েছে পাইয়া মেটার।