শ্রবণেন্দ্রিয়
বানান বিশ্লেষণ:
।
উচ্চারণ:
শব্দ-উৎস:
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
}
অর্থ:
জীবদেহের যে তন্ত্রের দ্বারা শব্দকে
শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়। মানব দেহে এই তন্দ্রকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ
করা হয়। ভাগ দুটি হলো―
- প্রান্তীয়
শ্রবণতন্ত্র: বাইরের শব্দকে শক্তি হিসেবে গ্রহণ করে এবং মস্তিষ্কের
কেন্দ্রীয় শ্রবণতন্ত্রে পাঠায়। এই অংশকে তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ তিনটি
হলো
- বহিঃকর্ণ
- মধ্যকর্ণ
- অন্তঃকর্ণ
- কেন্দ্রীয়
শ্রবণতন্ত্র: এই অংশটি শব্দকে বিশ্লেষণ করে এবং শব্দের প্রকৃতি নির্ধারণ করে।
এই অংশকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এগুলো হলো
- ককলিয়ার
নিউক্লিয়াস
- ট্রাপিজয়েড
বডি
- সুপেরিয়র
অলিভারি যৌগ
- ল্যাটেরাল
লেমনিসকাস
- ইনফেরিয়র
কলিকুলি
- মিডিয়াল
জেনিকুলেট নিউক্লিয়াস
- প্রাথমিক
অডিটরি যৌগ