শ্রবণেন্দ্রিয়
জীবদেহের যে তন্ত্রের দ্বারা শব্দকে শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়। মানব দেহে এই তন্দ্রের সাধারণ নাম কর্ণ বা কান। এর প্রধান কাজ মূলত দুটি।
১. শব্দ তরঙ্গ গ্রহণ করে তা স্নায়বিক সংকেতে রূপান্তর করা এবং মস্তিষ্কে পৌঁছে দেওয়া।
২. মস্তিষ্কের শ্রবণকেন্দ্র এই সংকেতকে বিশ্লেষণ করে শব্দকে বোধগম্য করে তোলা
সামগ্রিক গাঠনিক বিন্যাস ও কর্মকাণ্ডের বিচারে, শ্রবণেন্দ্রিয়কে দুটি প্রধানভাগে ভাগ করা হয়।  ভাগ দুটি হলো-