Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
দক্ষিণাঞ্চলীয় বামন লেমুর
ইংরেজি :
Southern Dwarf Lemur
বৈজ্ঞানিক নাম
: Cheirogaleus adipicaudatus।
এর
অন্য নাম দক্ষিণাঞ্চলীয় মোটালেজা বামন লেমুর। ১৮৬৮ সালে এই প্রজাতির নামকরণ
করেন ফরাসি জীববিজ্ঞানী গুইলায়ুম গ্রান্ডিডায়ার
(Guillaume Grandidier)।
এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারে। এরা নিশাচর এবং বৃক্ষচারী। এদের
রয়েছে অন্যান্য প্রজাতির লেমুরের মতো দীর্ঘ লেজ। এরা উচ্চস্বরে চিৎকার করে
পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। এদের উভয় চোয়ালের দন্ত সংকেত
২-১-৩-৩। ফলে মোট দাঁতের সংখ্যা ৩৬টি। উল্লেখ্য মানুষের দাঁতের সংকেত ২-১-২-৩
এবং মোট দাঁতের সংখ্যা ৩২টি।
Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
পশমী
কানযুক্ত বামন লেমুর
ইংরেজি :
Furry-eared Dwarf Lemur
বৈজ্ঞানিক নাম:
Cheirogaleus crossleyi
।
১৮৭০ সালে এই প্রজাতির নামকরণ করেন-ফরাসি জীববিজ্ঞানী গুইলায়ুম গ্রান্ডিডায়ার
(Guillaume Grandidier)।
এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারে। এরা নিশাচর এবং বৃক্ষচারী। এদের
রয়েছে অন্যান্য প্রজাতির লেমুরের মতো দীর্ঘ লেজ। এরা উচ্চস্বরে চিৎকার করে
পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে।
এদের উভয় চোয়ালের দন্ত সংকেত ২-১-৩-৩। ফলে মোট দাঁতের সংখ্যা ৩৬টি। উল্লেখ্য
মানুষের দাঁতের সংকেত ২-১-২-৩ এবং মোট দাঁতের সংখ্যা ৩২টি।
Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
বৃহত্তর বামন লেমুর
ইংরেজি :
Greater Dwarf Lemur।
এর বৈজ্ঞানিক নাম :
Cheirogaleus
major
এই প্রজাতির লেমুর পাওয়া
যায় মাদাগাস্কারের পূর্ব এবং উত্তরাংশে। ১৮৮২ সালে এই প্রজাতির নামকরণ করেন-
ফরাসী বিজ্ঞানী জেওফফ্রয়
(Étienne Geoffroy Saint-Hilaire)।
এরা
বনাঞ্চলে বা শুষ্ক ছোট ছোট গাছে ভরা প্রান্তরে বসবাস করে থাকে। এদের মাথা
থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য ১৬৭-২৬৪ মিলিমিটার এবং ওজন ১৬৭-৬০০ গ্রাম।
শরীরের তুলনায় এদের লেজের দৈর্ঘ্য বেশি হয়ে থাকে। উল্লেখ্য লেজের দৈর্ঘ্য
১৯৫-৩১০ মিলিমিটার। লেজের অগ্রভাগ বাঁকানো থাকে।
এদের চোখ বেশ উজ্জ্বল ও প্রশস্ত। রাতের বেলায় এদের চোখ জ্বলতে থাকে। উভয় চোখ
ঘিরে রয়েছে কালো চুলোর বৃত্ত। এদের কান বেশ পাতলা এবং ছোট। কানে হাল্কা কালো
চুল রয়েছে। কান বাদে বাকি দেহ ধূসর ও লালচে ঘন পশম দ্বারা আবৃত। মাথা, পিঠ এবং
লেজে পশমের রঙের পার্থক্য লক্ষ্য করা যায়। তবে পেটের দিকে পশমের রং সাদা বা
হালকা হলুদ রঙ লক্ষ্য করা যায়।
এরা নিশাচর। সারাদিন গাছের কোটরে লতা-পাতা দিয়ে তৈরি বাসায় ঘুমায় এবং রাতে
খাবারের সন্ধানে বের হয়। খাদ্যের জন্য এরা নিজেদের বাসা থেকে ২০০ মিটার ব্যাসের
ভিতরেই ঘোরাফেরা করে। এদের খাদ্য তালিকায় রয়েছে—
ফল, ফুল, পতঙ্গ, ব্যাঙের মতো ছোট ছোট প্রাণী, পাখির ডিম ইত্যাদি। এছাড়া এরা
মৌমাছির চাক ভেঙে মধুও খেয়ে থাকে। এরা মূলত একাকী থাকতে পছন্দ করে। এদের
প্রজনন কাল অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। প্রায় ৭০ দিন গর্ভধারণ করার পর
২-৩টি বাচ্চা প্রসব করে। ৪৫ দিন পর্যন্ত এরা বাচ্চার যত্ন নেয়। ১০ থেকে ১৪
মাসের ভিতর এরা যৌন-আচরণের উপযোগী হয়ে উঠে। এদের জীবনকাল প্রায় ২০ বৎসর।
Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
মোটা-লেজবিশিষ্ট বামন লেমুর
ইংরেজি :
Fat-tailed Dwarf Lemur।
বৈজ্ঞানিক নাম: Cheirogaleus
medius।
১৮১২
সালে এর নামকরণ করেছিলেন এই প্রজাতির নামকরণ করেন ফরাসী বিজ্ঞানী জেওফফ্রয়
(Étienne Geoffroy Saint-Hilaire)
।
এরা মাদাগাস্কারের পশ্চিম
ও দক্ষিণাঞ্চলীয় শুকনো বনভূমিতে বসবাস করে। এদের দৈর্ঘ্য (মাথা ও শরীরসহ)
মাত্র ৮ ইঞ্চি (২০ সেন্টিমিটার)। কিন্তু এর লেজের দৈর্ঘ্য পুরো শরীরের সমান।
এদের ওজন ১৪২-২১৭ গ্রাম। এদের গড় আয়ু ১৭ বৎসর।
এরা মূলত নিশাচর। রাত্রি প্রথম অর্ধাংশে এরা খাদ্যের জন্য বের হয়। এদের খাদ্য
তালিকায় রয়েছে ফল, ফুল, ফুলের রেণু এবং পতঙ্গ। এরা মাত্র এক বৎসরের বয়সেই
প্রাপ্ত বয়ষ্ক হয়ে উঠে। নভেম্বর থেকে জানুয়রি মাসের ভিতরে এদের যৌন মিলন ঘটে।
৬১-৬৪ দিন গর্ভধারণের পর স্ত্রী-লেমুর ১-৪টি সন্তান প্রসব করে। তবে সাধারণত জমজ
বাচ্চা জন্মগ্রহণ করে থাকে।
Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
ক্ষুদ্র লৌহ-ধূসর বামন লেমুর
ইংরেজি : Small Iron-gray Dwarf Lemur
বৈজ্ঞানিক নাম : Cheirogaleus minusculus।
২০০০ সালে এর নামকরণ করেছেন- অস্ট্রেলিয়ার
জীববিজ্ঞানী কলিন গ্রোভস (Colin Groves)।
এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারে। এরা নিশাচর এবং বৃক্ষচারী। গাছে
উঠার সময় এর লেজের সাহায্যে দেহের ভারসাম্য রক্ষা করে। মাটিতে এর ততটা স্বছন্দে
চলাচল করতে পারে না। এরা গাছের উপরে বাসা তৈরি করে থাকে। এদের রয়েছে অন্যান্য
প্রজাতির লেমুরের মতো দীর্ঘ লেজ। লেজে রয়েছে সাদা সাদা রেখা। এদের দৈর্ঘ্য
১৩-২৮ সেন্টিমিটার। এরা উচ্চস্বরে চিৎকার করে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা
করে থাকে। এদের উভয় চোয়ালের দন্ত সংকেত ২-১-৩-৩। ফলে মোট দাঁতের সংখ্যা ৩৬টি।
উল্লেখ্য মানুষের দাঁতের সংকেত ২-১-২-৩ এবং মোট দাঁতের সংখ্যা ৩২টি।
এরা মোটামুটি সর্বভূক। তবে এদের প্রধান খাদ্য ফল, ফুল, কচি পাতা। এছাড়া এরা
ছোট ছোট পতঙ্গ, মাকড়সা ইত্যাদি আহার করে থাকে। স্ত্রী-লেমুর ৬০ দিন
গর্ভধারণের পর এক সাথে দুটি বা চারটি বাচ্চা প্রসব করে থাকে। স্ত্রী-লেমুরের
রয়েছে ৬টি স্তন। বাচ্চাগুলো ছয় সপ্তাহ পর্যন্ত মাতৃদুগ্ধ পান করে থাকে। এক
বৎসরের ভিতরে এরা প্রাপ্ত বয়স্ক হয়ে উঠে।
Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
বৃহৎ লৌহ-ধূসর বামন লেমুর
ইংরেজি :
large Iron-gray Dwarf Lemur।
বৈজ্ঞানিক নাম : Cheirogaleus
ravus।
২০০০ সালে এর নামকরণ করেন—
অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী কলিন গ্রোভস
(Colin Groves)।
এই প্রজাতির লেমুর পাওয়া
যায় মাদাগাস্কারে। এরা নিশাচর এবং বৃক্ষচারী। গাছে উঠার সময় এরা লেজের সাহায্যে
দেহের ভারসাম্য রক্ষা করে। মাটিতে এরা ততটা স্বছন্দে চলাচল করতে পারে না। এরা
গাছের উপরে বাসা তৈরি করে থাকে। এদের রয়েছে অন্যান্য প্রজাতির লেমুরের মতো
দীর্ঘ লেজ। লেজে রয়েছে সাদা সাদা রেখা। এদের পায়ের রঙ সাদা এবং কানের রঙ কালো।
এদের দৈর্ঘ্য ২৮ সেন্টিমিটার। এরা উচ্চস্বরে চিৎকার করে পরস্পরের সাথে
যোগাযোগ রক্ষা করে থাকে। এদের উভয় চোয়ালের দন্ত সংকেত ২-১-৩-৩। ফলে মোট
দাঁতের সংখ্যা ৩৬টি। উল্লেখ্য মানুষের দাঁতের সংকেত ২-১-২-৩ এবং মোট দাঁতের
সংখ্যা ৩২টি।
এরা মোটামুটি সর্বভূক। তবে এদের প্রধান খাদ্য ফল, ফুল, কচি পাতা। এছাড়া এরা
ছোট ছোট পতঙ্গ, মাকড়সা ইত্যাদি আহার করে থাকে। স্ত্রী-লেমুর ৬০ দিন
গর্ভধারণের পর এক সাথে দুটি বা চারটি বাচ্চা প্রসব করে থাকে। স্ত্রী-লেমুরের
রয়েছে ৬টি স্তন। বাচ্চাগুলো ছয় সপ্তাহ পর্যন্ত মাতৃদুগ্ধ পান করে থাকে। এক
বৎসরের ভিতরে এরা প্রাপ্ত বয়স্ক হয়ে উঠে।
Kingdom
: Animalia Suborder : Strepsirrhini Phylum : Chordata Infraorder : Lemuriformes Order : Primates Class : Mammalia Superfamily : Cheirogaleoidea Subclass : Theria Family : Cheirogaleidae Infraclass : Eutheria Genus : Cheirogaleus |
সিব্রির বামন লেমুর
ইংরেজি : Sibree's dwarf lemur।
বৈজ্ঞানিক নাম Cheirogaleus
sibreei।
এই লেমুরগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায় নাই।
সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/