রাগ-বিরোধ
সোমেশ্বর করতৃক রচিত সঙ্গীতবিষয়ক গ্রন্থ। ধারণা করা হয় ১৬১০ খ্রিষ্টাব্দে সোমনাথ এই গ্রন্থটি রচনা করেছিলেন।

মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। এই গ্রন্থে নাদ, শ্রুতি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শ্রুতি বিন্যাসে রাগ-বিরোধের সাথে অন্যান্য গ্রন্থের পার্থক্য দৃষ্ট হয়। এই গ্রন্থে ৭টি বিকৃত স্বরের বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো গান্ধার, সাধারণ গান্ধার, অন্তর গান্ধার, মধ্যম, নিষাদ, কৈশিকী নিষাদ, কাকলি নিষাদ।


তথ্যসূত্র: