সঙ্গীত পারিজাত
পণ্ডিত অহোবল কর্তৃক রচিত 
সঙ্গীত-বিষয়ক গ্রন্থ।
এই গ্রন্থটির রচনাকাল সম্পর্কে সুনিশ্চিতভাবে যায় নি। 
Sir W. Ousley 
রচিত 
Oriental 
Collection (Vol I)
গ্রন্থ থেকে জানা যায়, ১৭২৪ খ্রিষ্টাব্দে জনৈক বাসুদেবের পুত্র পণ্ডিত দীননাথ 
সঙ্গীত পারিজাত ফারসী ভাষায় অনুবাদ করেছিলেন। সম্ভবত সম্রাট মহম্মদ শাহের
নির্দেশে এই গ্রন্থটি অনূদিত হয়েছিল।  সঙ্গীত পারজাতটি রামপুর 
নবাবের রাজকীয় গ্রন্থাগারে সযত্বে রক্ষিত 
আছে। এই গ্রন্থে সম্রাট মহম্মদ 
শাহের গ্রন্থাধ্যক্ষর শীলমোহর মুদ্রিত রয়েছে। সম্ভবত ১৬৫০ খ্রিষ্টাব্দে 
	পণ্ডিত অহোবল 'সঙ্গীত পারিজাত' 
রচনা করেছিলেন। 
এই গ্রন্থে যে সকল বিষয় আলোচিত হয়েছে, তা 
হলো-
	- মঙ্গলাচরণ
- সঙ্গীত
- নাদ-শ্রুতি-স্বর
- গ্রাম
- মূর্চ্ছনা
- স্বরপ্রস্তার
- বর্ণলক্ষণ
- জাতিনিরূপণ
- স্বরজ্ঞান
- মেল
- রাগ-প্রকরণ
 
সূত্র:
সঙ্গীত পারিজাত। অহোবল। ভাষ্যকার 
শচীন্দ্রনাথ মিত্র। এম.এসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। কলকাতা ১২।