ক্যালসিয়াম
ইংরেজি
Calcium

একটি রূপালী-সাদা বর্ণের ধাতব পদার্থ। এর প্রতীক
Ca, এর পারমাণবিক সংখ্যা ২০, পারমাণবিক ওজন ৪০.০৮। এর গলনাঙ্ক ৮৩৯ ডিগ্রি সেন্টিগ্রেড (১৫৪২ ডিগ্রি ফারেনহাইট), স্ফুটনাঙ্ক ১৪৮৪ ডিগ্রি সেলসিয়াস (২৭০৩ ডিগ্রি ফারেনহাইট)। আপেক্ষিক গুরুত্ব ১.৫৪। এটি একটি ক্ষারকীয় পদার্থ।

১৮০৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ রসায়নবিদ হামফ্রি ডেভি
(Humphry Davy) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পৃথক করতে সক্ষম হন।

আধিক্যের দিক থেকে ভূত্বকে ক্যালিসয়ামের অবস্থান পঞ্চম। এর ছয়টি তেজষ্ক্রিয় সুস্থির আইসোটোপ রয়েছে। এর বিভিন্ন যৌগ ব্যাপক ব্যবহত হয়। এর কার্বনেট যৌগ (ক্যালসিয়াম কার্বনেট) দ্বারা সৃষ্ট লাইমস্টোন, মার্বেল, চক বিবিধ কাজে ব্যবহৃত হয়।