জার্মেনিয়াম
ইংরেজি
Germanium

একটি ভঙ্গুর রূপালি ধূসর অর্ধ-ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক Ge। পারমাণবিক সংখ্যা ৩২, পারমাণবিক ওজন ৭২.৫৯। এর গলনাঙ্ক প্রায় ৯৩৭.৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক ২৮৩০ ডিগ্রি সেন্টিগ্রেড।

ভূত্বকে প্রায় এর পরিমাণ প্রতি মিলিয়নে ৬.৭ অংশ। অর্ধ-পরিবাহক হিসেবে এই মৌলটির ব্যবহার আছে। প্রথম ট্র্যানজিস্টর তৈরি হয়েছিল জার্মেনিয়াম দিয়ে।