ইন্ডিয়াম
ইংরেজি
Indium।
একটি নরম, রূপালী-সাদা ধাতব পদার্থ। এর প্রতীক
In,
পারমাণবিক সংখ্যা ৪৯, পারমাণবিক ওজন ১১৪.৮২। পর্যায় সারণীর পঞ্চম পিরিয়ড ও
III
এর সদস্য। এর গলনাঙ্ক ১৫৭ ডিগ্রি সেন্টিগ্রেড (৩১৫ ডিগ্রি ফারেনহাইট), স্ফুটনাঙ্ক
২০৮০ ডিগ্রি সেন্টিগ্রেড (৩৭৭৬ ডিগ্রি ফারেনহাইট)। এর আপেক্ষিক গুরুত্ব ৭.৩।
১৮৬৩ খ্রিষ্টাব্দে জার্মান রসায়নবিদ হেইরোনিমাস থিওডোর রিখটার
(Hieronymus Theodor Richter)
ও ফেরডিনান্ড রেইখ (Ferdinand Reich)
আবিষ্কার করেন। এই মৌলটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিছু জিঙ্ক
ব্লেন্ড, টাঙস্টেন, টিন, লৌহ ইত্যাদির আকরিকের সাথে ইন্ডিয়াম পাওয়া যায়।
জার্মেনিয়াম ট্র্যানজিস্টরে এই ধাতুটি ব্যবহৃত হয়। নিউক্লিয়ার-রিএ্যাকটর নিয়ন্ত্রণ
রডে এর ব্যবহার আছে।