ম্যাঙ্গানিজ
ইংরেজি: Manganese

একটি একটি মৌলিক পদার্থ। এটি রুপালি বর্ণের অবস্থান্তর ধাতু  । এর প্রতীক Mn, এর পারমাণবিক সংখ্যা ২, পারমাণবিক ওজন ৫৪.৯৩৮০। এর গলনাঙ্ক ১২৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক ১৯৬২ ডিগ্রি সেলসিয়াস।

এটি মধ্যম মানের রাসায়নিক পদার্থ। এই কারণে স্বাভাবিকভাবে রাসায়নিক বিক্রিয়ার গতি বেশ ধীর। উত্তপ্ত অবস্থা গুঁড়া ম্যাঙ্গানিজ বায়ু বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রেড অক্সাইড তৈরি করে।

ম্যাঙ্গানিজের একটি যৌগ পাইরোলুসাইট (MnO2) বহু আগে থেকে রঙিন কাঁচ তৈরির জন্য ব্যবহার করা হতো। ১৭৭০ খ্রিষ্টাব্দে আই কেইম প্রথম ধাতব ম্যাঙ্গানিজ তৈরি করতে সক্ষম হন।


সূত্র :
রাসায়নিক মৌল। দ,ন, ত্রিফোনভ, ভ.দ. ত্রিফোনভ। মির প্রকাশন, ১৯৮৮।
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। আষাঢ় ১৪০৫/জুন ১৯৯৮।