নিকেল
ইংরেজি
Nickel>বাংলা
কোবাল্ট।
কোবাল্ট একটি রূপালী-সাদা বর্ণের ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক Ni, পারমাণবিক সংখ্যা ২৮, পারমাণবিক ওজন ৫৮.৭১। এর গলনাঙ্ক প্রায় ২৭২৮ ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক ৩০০৩ ডিগ্রি সেন্টিগ্রেড। এর তাপ ও বিদ্যুৎ পরিবহিতা অপেক্ষাকৃত কম। এর আপেক্ষিক গুরুত্ব ৮.৯। এর ৫টি আইসোটোপ রয়েছে। এগুলো হলো- ৫৮, ৬০, ৬১, ৬২ ও ৬৪। পৃথিবীর কেন্দ্র লৌহ এবং নিকলের বিশাল ভাণ্ডার রয়েছে।
নিকেল স্টেনলেস স্টিল ও অন্যান্য ক্ষরোধকারী
সংকর ধাতু তৈরি করার জন্য ব্যবহার করা হয়।