নাইওবিয়াম
Niobium
একটি রূপান্তরিত নমনীয় ধূসর, স্ফটিকাকার মৌলিক ধাতু। বিশুদ্ধ নাইওবিয়াম কঠিন। নাইওবিয়াম খনিতে পাইরোক্লোর ও কলাম্বাইট হিসেবে পাওয়া যায়। এর পূর্ব নাম ছিল কলাম্বিয়াম।

১৮০১ খ্রিষ্টাব্দে ইংরেজ রসায়নবিদ চার্লস হ্যাচেট ট্যানটালামের সদৃশ একটি মৌল প্রত্যক্ষ করেন ও নাম দেন কলাম্বিয়াম। ১৮০৯ খ্রিষ্টাব্দে উইলিয়াম হাইড ওলাস্টোন ভুল সিদ্ধান্তে উপনীত হন যে, ট্যানটালাম ও কলাম্বিয়াম একই ধাতুর রূপভেদ। ১৮৬৪ খ্রিষ্টাব্দে জার্মান রসায়নবিদ হেনরিখ রোজ ট্যানটালাম আকরিকে দ্বিতীয় আরেকটি মৌল শনাক্ত করেন, যার নাম দেন নাইওবিয়াম। ১৯৪৯ খ্রিষ্টাব্দে গ্রিক পুরাণের ট্যান্টালুসের কন্যা নাইওবের নামানুসারে মৌলটির নামকরণ করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে কলাম্বিয়াম নামটি ধাতুবিদ্যায় এখনও ব্যবহৃত হয়।

এর প্রতীক
Nb, পারমাণবিক সংখ্যা ৪১, পারমাণবিক ওজন ৯২.৯০৬৩৮। এর গলনাঙ্ক প্রায় ২৭৫০ ডিগ্রি সেলসিয়াস, এবং স্ফুটনাংক ৫০১৭ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন অতিপরিবাহী সামগ্রী তৈরিতে নাইওবিয়াম ব্যবহৃত হয়। টাইটেনিয়াম ও টিনযুক্ত এই অতিপরিবাহী সংকর ধাতুগুলো এমআরআই যন্ত্রের অতিপরিবাহী চুম্বক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও ঝালাই, পরমাণু শিল্প, ইলেক্ট্রনিক্স, আলোকবিদ্যা, মুদ্রাশিল্প ও গহনাশিল্পে নাইওবিয়াম ব্যবহৃত হয়।