পটাশিয়াম
ইংরেজি :
Potassium।
এটি একটি বর্ণহীন সক্রিয় রাসায়নিক ধাতু। এর
প্রতীক
K।
এর পারমাণবিক সংখ্যা ১৯, ভর ৩৭.১০২। এটি বেশ হাল্কা ও নরম
ধাতু। এর গলনাঙ্ক ৬৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক ৭৬০ ডিগ্রি
সেলসিয়াস।
ভূপৃষ্ঠের প্রাপ্তির বিচারে পটাশিয়ামের অবস্থান সপ্তম। বাতাসের অক্সিজেনের সাথে
বিক্রিয়া করে পটাশিয়াম মনোক্সাইড এবং পটাশিয়াম পারক্সাইড উৎপন্ন করে।
মধ্যযুগে সোডিয়ামের কার্বোনেট এবং পটাশিয়াম কার্বোনেট-কে বিজ্ঞান আলকেমিবিদ গেবার ক্ষার হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু এই দুটি ক্ষারের বিশেষত্ব নিরূপণ করেন নি। ১৬৮৩ খ্রিষ্টাব্দে ডাচ বিজ্ঞানী আই বন লক্ষ্য করেন যে, এই দুটি ক্ষার কোনো বিশেষ কাজে ব্যবহার করার পর অধঃক্ষেপ পরে। কিন্তু এই অধঃক্ষেপের কেলাস একই রকম হয় না। এই থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, এই দুটি ক্ষারের মৌলিক উপাদান একই নয়। ১৭০২ খ্রিষ্টাব্দে সোডিয়াম ও পটাশিয়ামের কেলাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। ১৭০৭ খ্রিষ্টাব্দে ডেভি অনার্দ্র পটাশ গলিয়ে তড়িৎ-বিশ্লেষণকালে দাহ্য পটাশিয়াম শনাক্ত করতে পরেছিলেন। তবে উৎপন্ন পটাশিয়াম উৎপন্ন হওয়ার সাথে সাথে উজ্জ্বল শিখা তৈরি করে জ্বলে গিয়েছিল।