স্ক্যান্ডিয়াম
ইংরেজি
Scandium

একটি রূপালী-সাদা বর্ণের নরম ধাতু। এর প্রতীক
Sc, এর পারমাণবিক সংখ্যা ২, পারমাণবিক ওজন ৪৪.৯৫৬। এর গলনাঙ্ক ১৫৪১ ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক ২৯৩১ ডিগ্রি সেলসিয়াস (২৭০৩ ডিগ্রি ফারেনহাইট)।

১৮৭১ খ্রিষ্টাব্দে লার্স ফ্রেডরিক নিলসন। স্ক্যানডিয়া নামক একটি অক্সাইড থেকে এই মৌলটি পৃথক করেতে সক্ষম হন।