ইংরেজি :
Topaz।
রাসায়নিক সূত্র : Al2SiO4(F,OH)2।
আপেক্ষিক গুরুত্ব : ৩.৪৯-৩.৫৭।
রসায়ন শাস্ত্রে টোপাজকে বলা হয়
এ্যালুমিনিয়াম ও ফ্লোরিনের সিলিকেট খনিজ পদার্থ। স্ফটিক শাস্ত্রে একে
অর্থোরম্বিক স্ফটিক পদ্ধতি
(orthorhombic crystal system)-র অন্তর্গত একটি স্ফটিক
হিসাবে বিবেচনা করা হয়।
বিশুদ্ধ টোপজ বর্ণহীন এবং স্বচ্ছ। এর সাথে অপদ্রব্য মিশ্রিত থাকলে এর রঙ এবং
স্বচ্ছতায় পরিবর্তন লক্ষ্য করা যায়। অপদ্রব্য মিশ্রণের ফলে টোপাজের রঙ হতে পারে,
হকুদ, নিষ্প্রভ ধূসর, লালচে কমলা, নীলভ বাদামি ইত্যাদি।
রাজকীয় টোপাজের রঙ হলুদ বা গোলাপি হয়। ব্রাজিলের রাজকীয় টোপাজের রঙ হয় উজ্জ্বল
হলুদ বা গাঢ় সোনালি বাদামি। কখনো কখনো এর রঙ বেগুনিও হয়ে থাকে। কিছু কিছু রাজকীয়
টোপাজের রঙ সূর্যালোকে নিষ্প্রভ হয়ে যায়।
নীল টোপাজ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের রাজ্যরত্ন হিসাবে স্বীকৃত।
প্রাকৃতিকভাবে নীল টোপাজ দুষ্প্রাপ্য। সাধারণত বর্ণহীন, ধূসর, নিষ্প্রভ হলুদ এবং
নীল রঙের কিছু উপাদান যুক্ত করে তাপ দ্বারা শোধিত করলে ঘন নীল টোপাজ তৈরি হয়।
এছাড়া রহস্যময় টোপাজ (Mystic
topaz) অনেকে অলঙ্কার
ব্যবহার করেন। প্রাকৃতিকভাবে প্রাপ্ত এই টোপাজ বর্ণহীন হয়ে থাকে। তবে কৃত্রিমভাবে
এই টোপাজে রঙধনুর আভা যুক্ত করা হয়।
টোপাজ খনি থেকে অন্য দ্রব্যের সাথে পাওয়া যায়।
সাধারণত গ্রানাইট (granite)
এবং রাইয়োলাইটের (rhyolite)
সিলিসিক আগ্নেয় শিলার সাথে টোপাজ পাওয়া যায়। রাশিয়া, আফগানিস্তান,
শ্রীলঙ্কা, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নরওয়ে, পাকিস্তান, ইতালি, সুইডেন, জাপান,
ব্রাজিল, মেক্সিকো, অষ্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টোপাজ পাওয়া
যায়।