এ্যালিসাইক্লিক
ইংরেজি
Alicyclic>বাংলা
এ্যালিসাইক্লিক
জৈব রসায়নবিদ্যায় জৈব যৌগ বা হাইড্রোকার্বনের একটি শ্রেণিগত নাম। যে সকল
হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত কার্বন পরমাণুর মাধ্যমে যুক্ত থাকে। এর
ফলে এক ধরনের বলয় তৈরি হয়। এজন্য এদেরকে চক্রীয় হাইড্রোকার্বন-এর একটি শাখা হিসাবে
বিবেচনা করা হয়। এ সকল যৌগ মুক্ত শিকল যৌগের ধর্ম প্রকাশ করে থাকে, যদিও এদের
কার্বন শিকলে দ্বিবন্ধন দেখা যায়। সাইক্লোপ্রোপেন, সাইক্লোহেক্সেন ইত্যাদি
অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের উদাহরণ।