এ্যামিন
Ammonia>ইংরেজি amine>বাংলা এ্যামিন।

এটি একটি রাসায়নিক গ্রুপ। এ্যামোনিয়া
(Ammonia, NH3)-এর হাইড্রোজেন জৈব-মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে- এ্যামিন তৈরি হয়। প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যার উপর নির্ভর করে এ্যামিন-কে প্রাইমারি, সেকেন্ডারি ও টারসিয়ারি- এই তিনটি ভাগে ভাগ করা হয়।

এ্যামিনের শ্রেণিবিভাগ