ক্যাডমিয়াম
ইংরেজি
cadmium

একটি রূপালী-সাদা, নমনীয় ধাতব পদার্থ। এর প্রতীক
Cd, পারমাণবিক সংখ্যা ৪৮, পারমাণবিক ওজন ১১২.৪০। এর গলনাঙ্ক ৩২১ ডিগ্রি সেলসিয়াস (৬১০ ডিগ্রি ফারেনহাইট) এবং স্ফুটনাঙ্ক ৭৬৫ ডিগ্রি সেলসিয়াস (১৪০৯ ডিগ্রি ফারেনহাইট)। এর আপেক্ষিক গুরুত্ব ৮.৬৪। প্রকৃতিতে এর সুস্থিত আইসোটোপ ৮টি পাওয়া যায়, অ-স্থিত আইসোটোপ পাওয়া যায় ১১টি। বাতাসে এই ধাতু উত্তপ্ত করলে ক্যাডিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই ধাতুটি দস্তার আকরিকের সাথে পাওয়া যায়। মূলত আকরিক থেকে দস্তাকে পৃথক করার সময় উপজাত হিসাবে ক্যাডিমিয়াম পাওয়া যায়। ১৮১৭ খ্রিষ্টাব্দে জার্মান রসায়নবিদ ফ্রেইয়েডরিখ স্ট্রমেয়ার (Friedrich Stromeyer) ক্যাডিয়াম আবিষ্কার করেন। লোহা বা ইস্পাতের ক্ষয়রোধের জন্য তড়িৎ-অবক্ষেপিত করে ক্যাডিমিয়াম ব্যবহার করা হয়। নিকেল- ক্যাডিমিয়াম ব্যাটারি তৈরিতে এর প্রচুর ব্যবহার হয়। এছাড়া রাসায়নিক বিক্রিয়া ও রঞ্জক বিক্রিয়ায় এর ব্যবহার লক্ষ্য করা যায়। নিম্ন গলনাঙ্ক সঙ্কর তৈরিতে এর ব্যবহার রয়েছে। ঝালাই কাজে, বেয়ারিং তৈরিতে এর অল্প-বিস্তর ব্যবহার আছে। পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রণদণ্ডে ক্যাডিমিয়ামের ব্যবহার করা হয়। সীসা, টিন, বিসমাথের সাথে এই ধাতু মিশিয়ে ফায়ার এলার্ম, ইলেক্ট্রিক ফিউজ তৈরি করা হয়। সীসা ও দস্তার সাথে ক্যাডমিয়াম মিশিয়ে সোলডার আয়রন তৈরি করা হয়। ক্যাডমিয়ামের লবণ আতশবাজি, রাবার, ফ্লুরেসেন্ট পেইন্ট, কাঁচ, পোর্সেলিন তৈরিতে ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম সালফাইড ফটোভোল্টিক কোষে ব্যবহৃত হয়।