চুনাপাথর এটি জৈব জাতীয় শিলা গঠিত হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট থাকে। চুনাপাথর নানা প্রকারের হয়ে থাকে। যমন : খোলা জাতীয়, প্রবাল জাতীয়, উলিটিক ইত্যাদি। এই জাতীয় পাথর পুড়িয়ে চুন প্রস্তুত করা হয়।