অ্যান্টিমনি, এ্যান্টিমনি
 ল্যাটিন
antimonium>ইংরেজি Antimony>বাংলা এ্যান্টিমনি।

একটি নীলাভ-সাদা ভঙ্গুর, আধা-ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক (Sb), পারমাণবিক সংখ্যা ৫১, পারমাণবিক ওজন ১২১.৭৫। এর গলনাঙ্ক ৬৩০ ডিগ্রি সেন্টিগ্রেড (১১৬৬ ডিগ্রি ফারেনহাইট) এবং স্ফুটনাঙ্ক ১৭৫০ ডিগ্রি সেন্টিগ্রেড (৩১৮২ ডিগ্রি ফারেনহাইট)। আপেক্ষিক গুরুত্ব ৬.৭।

 ১৪৫০ খ্রিষ্টাব্দে জার্মান রসায়নবিদ বাসিল ভ্যালেনটার্ইন
(Basil Valentine) এই পদার্থটিকে মৌলিক পদার্থ হিসাবে উপস্থাপিত করেন। তবে ১৬০০ খ্রিষ্টাব্দের দিকে এ্যান্টিমনি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ হয়।

এ্যান্টিমনি সাধারণত ধাতুর মত আচরণ করে থাকলেও মাঝে মাঝে অধাতুর মত আচরণও পরিলক্ষিত হয়। প্রকৃতিতে মাঝে মধ্যে মুক্তভাবে এ্যান্টিমনি পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে এটি পাওয়া যায় রূপা, আর্সেনিক এবং বিসমাথের সাথে। এটি হেক্সাগোনাল ক্রিস্টাল হিসাবে পাওয়া যায়। এর কাঠিন্যতা ৩। এর প্রধান আকরিক স্টিবনাইট পাওয়া যায় চীন, ফ্রান্স, ইটালি, জাপান এবং মেক্সিকোতে।

এর প্রধানতম ব্যবহার তামা ও সীসার শোধনের ক্ষেত্রে। সীসার সাথে এই ধাতু মিশিয়ে কঠিন ও শক্তিশালী সঙ্কর ধাতু তৈরি করা হয়। বিভিন্ন ঘর্ষণ নিবারক বেয়ারিং ও টাইপ মেটাল তৈরিতে এ্যান্টিমনি সীসার সহযোগী ধাতু হিসাবে ব্যবহৃত হয়।