গ্যালিয়াম
ইংরেজি gallium
ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক
Ga। পারমাণবিক সংখ্যা
৩১, পারমাণবিক
ওজন ৬৯.৭২। এর গলনাঙ্ক প্রায় ২৯.৭৮ ডিগ্রি
সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক ২৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড। কঠিনাবস্থায় এর রঙ নীলাভ
ধূসর। তবে তরলাবস্থায় চকচকে সাদা দেখায়।
১৮৭১ খ্রিষ্টাব্দে রুশ বিজ্ঞানী
Dmitri Mendeleev
প্রথম এই মৌলিক পদার্থের অস্তিত্ব অনুমান করেন। তিনি এর নাম দিয়েছিলেন
eka-aluminium। তবে তিনি এই পদার্থটিকে
পৃথকভাবে উপস্থাপন করতে পারেন নি। ১৮৭৫ খ্রিষ্টাব্দে ফ্রান্সের বিজ্ঞানী
Paul Emile Lecoq de Boisbaudran
এই পদার্থটি আবিষ্কার করতে সক্ষম হন।