গন্ধক
সংস্কৃত  ক্রুরগন্ধ, গন্ধিক।
ল্যাটিন, ইংরেজি :
Sulphur
আরবি : কিবরিৎ।

এটি কঠিন, ভঙ্গুর ও অধাতব মৌলিক পদার্থ। ১৭৭৭ খ্রিষ্টাব্দে ল্যাভয়সিঁয়ে একে মৌলিক পদার্থ হিসাবে প্রমাণ করেন।  এর প্রতীক চিহ্ন
S, যোজনী ২, +৪, +৬, পর্যায় তালিকার স্থান : VIA। এর পারমাণবিক সংখ্যা ১৬, পারমাণবিক ওজন ৩২। এর রঙ হলুদ। ১১২.৮ ডিগ্রি সেন্টিগ্রেডে তরল পদার্থে পরিণত হয়, ১৬০ ডিগ্রি তাপমাত্রায় কঠিন রূপ ধারণ করে, ২৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন ও কালো বর্ণ ধারণ করে এবং তরল হয়ে যায়। ৪৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফার বাষ্পাকারে ফুটে এবং লালবর্ণের বাস্পে পরিণত হয়।

গন্ধক বহুরূপে পাওয়া যায়। যেমন–

  ১. দানাদার গন্ধক : বিভিন্ন ধরনের দানাবদ্ধ অবস্থায় এ পদার্থটি পাওয়া যায়। যেমন–
    ক। রম্বিক গন্ধক। এগুলি আটতল বিশিষ্ট হয়ে থাকে। এই অবস্থায় বলা হয় আলফা-গন্ধক। এই গন্ধক ৯৫.৫ ডিগ্রি তাপমাত্রার উপরে উঠলে রূপান্তর ঘটে। এই গন্ধক পানিতে অদ্রবণীয়, কিন্তু কার্বন ডাই-সালফাইড, বেনজিন, ক্লোরোফর্মে দ্রবণীয়। এর গলনাঙ্ক ১১২.৮ ডিগ্রি সেন্টিগ্রেড ও আপেক্ষিক গুরুত্ব ২.০৫। এই গন্ধক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।

খ। ত্রিফলক গন্ধক: ত্রিফলক বিশিষ্ট এই গন্ধক অনেকটা ত্রিশিরা কাঁচের মত হয়। একে বলা হয়, বিটা-গন্ধক। এই গন্ধক ভঙ্গুর, স্বচ্ছ ও ঈষৎ হলুদ বর্ণ। এর গলনাঙ্ক ১১৯.২৫ ডিগ্রি সেন্টিগ্রেড ও আপেক্ষিক গুরুত্ব ১.৯৬। ৯৫.৫ ডিগ্রি তাপমাত্রার নিচে এই গন্ধক স্বকীয়তা হারায়। মুক্ত অবস্থায় এই গন্ধক কিছুদিনের মধ্যে রম্বিক গন্ধকে পরিণত হয়। এই গন্ধক পানিতে অদ্রবণীয়, কিন্তু কার্বন ডাই-সালফাইড, বেনজিন, ক্লোরোফর্মে দ্রবণীয়।
     
  ২. অদানাদার : এই জাতীয় গন্ধকে কোন দানা লক্ষ্য করা যায় না। এই কারণে একে অদানাদার গন্ধক বলা হয়। অদানাদার তিন প্রকার হয়ে থাকে। যেমন-
    ক। নমনীয় গন্ধক : ফুটন্ত গন্ধককে হঠাৎ ঠাণ্ডা পানিতে শীতল করলে, এই গন্ধক পাওয়া যায়। এই গন্ধক রাবারের মত নমনীয় হয়ে থাকে। এই গন্ধক পানি ও কার্বন ডাই-সালফাইডে অদ্রবণীয়। এর আপেক্ষিক গুরুত্ব ১.৯৫। সাধারণ তাপমাত্রায় এই গন্ধক ক্রমে ক্রমে দানাদার হয়ে রম্বিক গন্ধকে পরিণত হয়।

খ। সাদা বা দুগ্ধ গন্ধক : হলুদ এ্যামোনিয়াম সালফাইডের সাথে জারণ ধর্মবিহীন পাতলা এ্যাসিডের বিক্রয়া ঘটালে শ্বেত গন্ধকের অধঃক্ষেপ পাওয়া যায়। এর আপেক্ষিক গুরুত্ব ১.৮২। এই গন্ধক পানিতে অদ্রবণীয় ও কার্বন ডাই-সালফাইডে দ্রবণীয়। উত্তপ্ত করলে সাধারণ হলদে গন্ধকে পরিণত হয়।

গ। কলয়ডাল গন্ধক : এই গন্ধক পানিতে অদ্রবণীয়। কোন কোন কলয়ডাল গন্ধক কার্বন ডাই-সালফাইডে দ্রবণীয়, আবার কোন কোনটি অদ্রবণীয়।

এছাড়া প্রবহমান তরল গন্ধককে বলে গন্ধক-ল্যাম্বাডা ও কালো বর্ণের গন্ধককে বলে গন্ধক-মিউ।

প্রকৃতিতে গন্ধক মুক্ত অবস্থায় থাকে। এছাড়া অদ্রবণীয় ধাতব সালাফাইড ও ধাতব সালফেট হিসাবে পাওয়া যায়। আগ্নেয়গিরি থেকে গলিত ও বাস্পাকারে সালফার পাওয়া যায়।


সূত্র : http://www.palagems.com/tourmaline_buyers_guide.htm