ইথেন
ইংরেজি Ethene।
এটি
সম্পৃক্ত হাইড্রোকার্বনের সমগোত্রীয় দ্বিতীয় সদস্য। প্রথম সদস্য হলো- মিথেন। এতে
দুটি কার্বন দুটি বন্ড দ্বারা পরস্পরের সম্পর্ক গড়ে তোলে, এবং কার্বনের অবশিষ্ট
বন্ডগুলি হাইড্রোজেন দ্বারা পূরিত হয়।
এটি একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন ও অবিষাক্ত গ্যাস। এটি পানিতে অদ্রবণীয়,
কিন্তু এ্যালকোহল, ইথারে দ্রবণীয়। ৪ ডিগ্রী সেলসিয়াসে ও ৪৬ বায়ুচাপে ইথেন বর্ণহীন
তরলপদার্থে পরিণত হয়। এটি -৮৮.৩ ডিগ্রী সেন্টিগ্রেডে ফুটে এবং -১৭২ ডিগ্রী
সেন্টিগ্রেডে কঠিন অবস্থায় পৌঁছে। ইথেন বাতাস অপেক্ষা ঈষৎ ভারী। গ্যাসটি মিথেনের
সাথে জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়। ইথাইল ক্লোরাইড ও ইথাইল এ্যালকোহল তৈরিতে
গ্যাসটি ব্যবহৃত হয়।