প্রতীক U
পারমাণবিক ওজন ২৩৮.০
পারমণবিক সংখ্যা ৯২
ইলেক্ট্রোন সংখ্যা ৯২
প্রোটোন ৯২
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২১ ৯ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f3 6d17s2
গলনাঙ্ক :  ১১৩৫ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৪১৩০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৮.৯ গ্রাম/ঘন সেমি

ইউরেনিয়াম

ইংরেজি Uranium>বাংলা ইউরেনিয়াম।
একটি তেজষ্ক্রিয় ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক
U, এর পারমাণবিক সংখ্যা ৯২। এর গলনাঙ্ক ১১৩২ ডিগ্রি সেন্টিগ্রেড (২০৭০ ডিগ্রি ফারেনহাইট), এর স্ফুটনাঙ্ক ৩৮১৮ ডিগ্রি সেন্টিগ্রেড (৬৯০৪ ডিগ্রি ফারেনহাইট)। ২৫ ডিগ্রি তাপমাত্রায় (৭৭ ডিগ্রি ফারেনহাইট) এর আপেক্ষিক গুরুত্ব ১৯.০৫। এর পারমাণবিক ওজন ২৩৮.০২৯। ইউরোনিয়ামের তিনটি স্ফটিক-রূপ রয়েছে। এটি হাইড্রোক্লোরিক এ্যাসিড ও নাইট্রিক এ্যাসিডে গলে যায়। এর অক্সিডেশান পর্যায় তিন, চার, পাঁচ ও ছয়।

জার্মান বিজ্ঞানী মার্টিন হেনরিখ ক্লাপ্রোথ
(Martin Heinrich Klaproth) ১৭৮৯ খ্রিষ্টাব্দে পিচব্লেন্ড থেকে এই ধাতুটি আবিষ্কার করেন। ইনি ইউরেনাস গ্রহের নামানুসারে এর নামকরণ করেন ইউরেনিয়াম। ১৮৪১ খ্রিস্টাব্দে ধাতব পর্যায় থেকে প্রথম ইউরোনিয়াম পৃথক করা হয়। ১৮৯৬ খ্রিষ্টাব্দে ফ্রান্সের পদার্থবিজ্ঞান এন্টনি হেনরি বেকুয়েরেল (Antoine Henri Becquerel) ইউরেনিয়ামের তেজষ্ক্রিয় গুণাবলী ব্যাখ্যা করেন।

ইউরেনিয়াম মুক্তভাবে প্রকৃতিতে পাওয়া যায় না। এর প্রধান আকরিক পিচব্লেন্ড ও ক্যারনোটাইট। ২২২ থেকে ২৪২ -এর মধ্যে এর আইসোটোপসমূহ পাওয়া যায়। এর মধ্যে ২৩৮ আইসোটোপটি সবচেয়ে বেশি পাওয়া যায়। এই আইসোটোপের তেজষ্ক্রিয়তা থেকে ২৩৪, ২৩৫ আইসোটোপের উদ্ভব হয়। এটি নিউক্লিয়ার রিএ্যাক্টরের প্রধান জ্বালানী। এর ২৩৫ আইসোটোপ কৃত্রিমভাবে সমৃদ্ধতর করে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়।

ইউরেনিয়াম থেকে ২৩৫-এর ক্ষয়ের ফলে উৎপন্ন হয়- এ্যাক্টিয়ান ২২৭ এবং থিরিয়াম-২২৭, ফ্রান্সিয়াম ২২৩।