কার্যকরী মূলক
Functional group

কোনো জৈব যৌগের অণুতে যখন অন্যকোনো পরমাণু বা পরমাণুগোষ্ঠী যুক্ত হয়ে, নতুন ব্স্তুগুণের সৃষ্টি করে বা তার বস্তুগুণকে নিয়ন্ত্রণ করে, তখন ওই বিশেষ পরমাণু বা পরমাণু গোষ্ঠীকে কার্যকরী মূলক বলা হয়।

জৈব রসায়নে জৈবযৌগের সাথে যুক্ত যে সকল কার্যকরীমূলকের প্রকৃতি অনুসারে চিহ্নিত করা হয়ে থাকে।
সেগুলো হলো-