কোবাল্ট
ইংরেজি
Cobalt>বাংলা কোবাল্ট।

কোবাল্ট একটি রূপালী-সাদা বর্ণের চুম্বকধর্মী ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক Co, পারমাণবিক সংখ্যা ২৭, পারমাণবিক ওজন ৫৮.৯৩৩। এর গলনাঙ্ক প্রায় ১৪৯৫ ডিগ্রি সেন্টিগ্রেড (প্রায় ২৭২৩ ডিগ্রি ফারেনহাইট) এবং স্ফুটনাঙ্ক ২৮৭০ ডিগ্রি সেন্টিগ্রেড (২৮৭০ ডিগ্রি ফারেনহাইট)। এর আপেক্ষিক গুরুত্ব ৮.৯। এর বেশ কয়েকটি আইসোটোপ রয়েছে। এর ৬০ ভরের আইসোপটি তেজষ্ক্রিয়। এই আইসোটোপটির অর্ধ-জীবন ৫.৭ বৎসর। এই আইসোটোপ থেকে গামা কণা নির্গত হয়।

১৭৩৫ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ জর্জ ব্রান্ডট
(George Brandt) কোবাল্ট আবিষ্কার করেন। কোবাল্ট-আকরিক থেকে উৎপাদন করা হয়। কোবাল্ট উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে- আফ্রিকার জায়ার ও জাম্বিয়া, আমেরিকা মহাদেশের কানাডা।

রেডিও-আইসোটোপ থেরাপিতে এর ব্যবহার রয়েছে। এর সঙ্কর রূপ বিবিধ কাজে ব্যবহৃত হয়। এয়ারক্রাফটের গ্যাস টারবাইনে কোবাল্ট সঙ্কর (সুপার এলয়) ব্যবহার করা হয়। স্থায়ী চুম্বক তৈরির জন্য স্টিলের সাথে কোবাল্ট মিশিয়ে কোবাল্ট-স্টীল তৈরি করা হয়। টাংস্ট্যান কারবাইডের সাথে কোবাল্ট মিশিয়ে তৈরি করা হয় কার্বোলয় নামক কঠিন সঙ্কর ধাতু। এর সাহায্যে স্টিল কাটা সম্ভব হয়। ক্রোমিয়ামের সাথে কোবাল্ট মিশিয়ে তৈরি করা হয় স্টেলিট
(Stellite)। স্টিল কাটার জন্য ব্যবহৃত হয়। এছাড়া কোবাল্ট সিরামিক, পেইন্ট ড্রাইয়ার এবং অনুঘটকের জন্য ব্যবহৃত হয়।