ওজন
ইংরেজি
weight

একটি সুনির্দিষ্ট ভরের পদার্থ যে পরিমাণ মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়, তার গুণফল হলো- ওজন। ধরা যাক একটি বস্তুর ভর
m এবং এর উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ শক্তি g, তাহলে এই বস্তুর ওজন হবে mg। একটি সুনির্দিষ্ট পরিমাণ বস্তুর ভর অপরিবর্তিত থাকলেও, স্থান বিশেষে ওজন কম বেশী হতে পারে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী অপেক্ষা কম, তাই চাঁদে যে কোন বস্তুর ওজন হবে পৃথিবী অপেক্ষা কম।