সিলিকন
ইংরেজি Silicon

এটি একটি রাসায়নিক মৌলিক পদার্থ।
এটি সাদা বর্ণের অপধাতু। এর রাসায়নিক সঙ্কেত Si। এর পারমাণবিক সংখ্যা ১৪। এর গলনাঙ্ক ১৪১৪ ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক ৩২৬৫ ডিগ্রি সেলসিয়াস।

ভূপৃষ্ঠ অক্সিজেনের পরে এই মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে পৃথকভাবে এই মৌলটি পাওয়া যায় না। পাথর, বালু, কাদা, মাটিতে এই মৌলটি যৌগিক দশায় থাকে।  এছাড়া, জীবদেহে বিভিন্নভাবে সিলিকন যৌগ পাওয়া যায়।

সাধারণ তাপমাত্রায় সিলিকন নিষ্ক্রিয় থাকে। কিন্তু উত্তপ্ত অবস্থায় হ্যালোজোনের সাথে হ্যালাইড এবং অন্য ধাতুর সাথে সিলিসাইড উৎপন্ন করে। সিলিকন ইল্ক্ট্রোপজেটিভ ধাতু হিসেবে বিবেচিত হয়।  বাণিজ্যিকভাবে সিলিকন সঙ্করে এর ব্যবহার রয়েছে। এছাড়া এ্যালুমুনিয়াম, ম্যাগফনেশিয়াম, তামা মজবুত করার জন্য সিলিকন ব্যবহার করা হয়।