টাইটেনিয়াম
ইংরেজি
Titanium।
একটি অবস্থান্তর ধাতু। এর প্রতীক
Ti,
এর পারমাণবিক সংখ্যা ২২, পারমাণবিক ওজন ৪৭.৯০। এর গলনাঙ্ক
১৬৬৮ ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক ৩২৮৭ ডিগ্রি সেলসিয়াস।
ইংরেজ ধর্মযাজক উইলিয়াম গ্রেগর, ১৭৯১ খ্রিষ্টাব্দের দিকে ইংল্যান্ডের মেনাসিন
উপত্যাকার যাজকপল্লীর কাছে কিছু সাদা-কালো বালি দেখতে পান। তিনি লক্ষ্য করেন যে, এই
বালি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তিনি এই বালু বিশ্লেষণ করে কালো রঙের বালিগুলোকে
আয়রন অক্সাইড হিসেবে শনাক্ত করেন। অবশিষ্ট সাদা রঙের বালিগুলোর বিষয়ে তিনি কোনো
সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে ব্যর্থ হন। এই বিষয়ে তিনি কর্নওয়েল জিওলজিক্যাল
সার্ভে-তে একটি প্রতিবেদন পাঠান। একই সাথে জার্মানির বিজ্ঞানবিষয়ক পত্রিকা
Crell's Annalen-তে
এই বিষয়ে একটি প্রতিবেদন পাঠান। ১৭৯৫ খ্রিষ্টাব্দে প্রুশিয়ান বিজ্ঞানী মার্টিন
ক্লপ্রথ রুটাইল নামক একটি অক্সাইড থেকে টাইটেনিয়াম পৃথক করতে সক্ষম হন। গ্রিক
পৌরাণিক জাতি টাইটান থেকে এই মৌলটির নামকরণ করেন টাইটেনিয়াম।