জিরকোনিয়াম
Zirconium
একটি রূপান্তরিত মৌলিক ধাতু। সাধারণ তাপমাত্রায় ধূসর-সাদা, নরম, নমনীয়, ঘাতসহ ধাতু। এর প্রতীক Zr , পারমাণবিক সংখ্যা ৪০, পারমাণবিক ওজন ৯১.২২৪। এর গলনাঙ্ক প্রায় ১৮৫৫ ডিগ্রি সেন্টিগ্রেড,১৮৫৫ ডিগ্রি সেলসিয়াস (৩৩৭১ ডিগ্রি ফারেনহাইট), এবং স্ফুটনাংক ৪৪০৯ ডিগ্রি সেলসিয়াস (৭৯৬৮ ডিগ্রি ফারেনহাইট)। পলিং স্কেলে এর ১.৩৩ তড়িৎ ঋণাত্মকতা রয়েছে। জিরকোনিয়াম নামটি খনিজ জিরকনের নাম থেকে নেওয়া হয়েছে (শব্দটি পার্সিয়ান জারগুনের (zar-gun) সাথে সম্পর্কিত। এর অর্থ সোনার মতো বা সোনার হিসাবে)।

জিরকোনিয়ামের পাঁচটি স্থিতিশীল প্রাকৃতিক আইসোটোপ রয়েছে। এগুলো হলো-
90Zr, 91Zr, 92Zr এবং 94Zr 96Zr এর অর্ধ-জীবন 2.4 × 1019 বছর। এটি জিরকিনিয়ামের দীর্ঘকাল জীবিত রেডিওসোটোপ।

পৃথিবীর ভূত্বকে প্রতি কেজিতে প্রায় ১৩০ মিলিগ্রাম জিরকোনিয়াম পাওয়া যায়। সমুদ্রের জলে এর উপস্থিতি প্রতি লিটারে প্রায় ০.০২৬ মাইক্রোগ্রাম। এটি মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না। জিরকোনিয়ামের মূল বাণিজ্যিক উৎস জিরকন
(ZrSiO4) । এটি প্রচুর পাওয়া যায় অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মার্কন যুক্তরাষ্ট্রের। ২০১৩ সালের হিসাব অনুসারে জিরকন খনির উৎপাদনের দুই তৃতীয়াংশ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতে রয়েছে। জিরকনের ভাণ্ডার সারা বিশ্বে ৬০ মিলিয়ন টন। সারা বিশ্বে বছরে জিরকোনিয়ামে উৎপাদন আনুমানিক নয় লক্ষ টন।