দেশের মাটি
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।
প্রযোজনা:
নিউ থিয়েটার্স
[প্রচার পুস্তিকা]
পরিচালক:
নীতিন বসু
কাহিনিকার:
নীতিন বসু, বিনয় চট্টোপাধ্যায়, সুধীর
সেন ও
শৈলজানন্দ মুখোপাধ্যায়
মুক্তি: ১৭ আগষ্ট ১৯৩৮
ভাষা: বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
দৈর্ঘ্য: ১৩৫ মিনিট
চরিত্র:
[প্রচার পুস্তিকা]
এই চলচ্চিত্রের গানের তালিকা।
গানগুলোর গীতিকার অজয় ভট্টাচার্য
- মোর চোখে ঝরে জল
- আমি ফুল হয়ে ফুলবনে
- ছায়াঘেরা ওই পল্লী
ডাকিছে
- শেষ হলো তোর অভিমান
- নতুন স্বপন দেখি
বারে বারে
- বাঁধিনু মিছে ঘর
- আবার যে রে রং
ফিরেছে
সূত্র: