গিরিবালা
ভারতে নির্মিত নির্বাক
কাহিনি-চলচ্চিত্র। রবীন্দ্রনাথের ছোটগল্প 'গিরিবালা' অবলম্বনে
তৈরি হয়েছিল ম্যাডোনা থিয়েটারের প্রযোজনায়। ছবিটি মুক্তির দুই দিন আগে ৯ ফেব্রুয়ারি
ম্যাডোনা থিয়েটারে এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। ছবিটি বিশেষভাবে
প্রশংসিত হয়েছিল, তৎকালীন পত্রপত্রিকায়।
প্রযোজনা: ম্যাডান থিয়েটার
পরিচালক: মধু বোস
মুক্তি: ১৫ ফেব্রুয়ারি ১৯৩০ (শনিবার ১০ ফাল্গুন ১৩৩৬)।
প্রেক্ষাগৃহ: ক্রাউন সিনেমা
ভাষা: নির্বাক।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
দৈর্ঘ্য: ২৪৩৮.৪ মিটার
কাহিনি: রবীন্দ্রনাথ ঠাকুর
চরিত্র:
ধীরাজ ভট্টাচার্য, নরেশ মিত্র, তিনকড়ি চক্রবর্তী, লীলাবতী, শান্তি গুপ্তা, ললিতা
দেবী
সূত্র:
- যখন নায়ক ছিলাম। ধীরাজ
ভট্টাচার্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাইভেট লিমিটেড। পৌষ ১৩৬৫।
পৃষ্ঠা: ৪৪।
- https://www.imdb.com